ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে আ.লীগ অফিস ‘ভাঙচুর বা দখল করেনি’ এনসিপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দোস্ত বিল্ডিংয়ের কার্যালয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘ভাঙচুর বা দখল করেনি’। ‘ক্ষোভ’ থেকে এই অফিস ভাঙচুর করেছে ‘ছাত্র-জনতা’। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন নগরীর বিপ্লব উদ্যানে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন।

 

আরিফ মঈনুদ্দিন বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার বিরুদ্ধে যে জনক্ষোভ ছিল, সেই ক্ষোভের অংশ হিসেবে সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের কার্যালয় ছিল, সবগুলোই মোটামুটি ভাঙচুর করা হয়। বীর চট্টলার ছাত্র-জনতা চট্টগ্রামে যে আওয়ামী লীগের অফিসগুলো ছিল, সেগুলো ভাঙচুর করেছিল। এর ফলে প্রত্যেকটা অফিসই অকেজো ছিল। কিন্তু আমরা খবর পাচ্ছিলাম যে, অফিসগুলো নতুনভাবে সাজানো হয়েছে, চেয়ার বসানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে এবং তারা নাকি সেখানে আসা-যাওয়া করে। আমরা সেখানে যেতে চাইনি। আমরা কোতোয়ালী থানাকে বলেছিলাম যে, আপনারা একটু দেখেন।’

 

 

 

‘সর্বশেষ আমরা গত ১৮ অক্টোবর খবর পেলাম যে, ওখানে শেখ রাসেলের জন্মদিন পালন করা হবে। আমরা সেদিন গিয়েছিলাম, কিন্তু সেখানে কাউকে আমরা পাইনি। মঙ্গলবার আমরা আবার খবর পেলাম যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার সেখানে এসেছে। সেই খবর পেয়ে আমরা কাজীর দেউড়ির মোড় থেকে রওনা দিই। অনেকে তখন সেখানে চলে আসে। আমরা সেখানে পৌঁছে দেখতে পাই যে, অফিসটা ভাঙচুর করা হয়েছে। তবে দখল করা হয়নি’-যোগ করেন তিনি।

 

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ওপর সামাজিক মাধ্যমে হুমকি-ধমকি আসছে বলে তিনি অভিযোগ করেন।

 

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে নগরীর নিউমার্কেট মোড়ে দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভাঙচুরের সময় এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিনকে দেখা যায়। তখন একদল যুবক কার্যালয়টির বাইরে শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছিল।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আ.লীগ অফিস ‘ভাঙচুর বা দখল করেনি’ এনসিপি

চট্টগ্রামে আ.লীগ অফিস ‘ভাঙচুর বা দখল করেনি’ এনসিপি

আপডেট সময় ০১:০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দোস্ত বিল্ডিংয়ের কার্যালয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘ভাঙচুর বা দখল করেনি’। ‘ক্ষোভ’ থেকে এই অফিস ভাঙচুর করেছে ‘ছাত্র-জনতা’। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন নগরীর বিপ্লব উদ্যানে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন।

 

আরিফ মঈনুদ্দিন বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার বিরুদ্ধে যে জনক্ষোভ ছিল, সেই ক্ষোভের অংশ হিসেবে সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের কার্যালয় ছিল, সবগুলোই মোটামুটি ভাঙচুর করা হয়। বীর চট্টলার ছাত্র-জনতা চট্টগ্রামে যে আওয়ামী লীগের অফিসগুলো ছিল, সেগুলো ভাঙচুর করেছিল। এর ফলে প্রত্যেকটা অফিসই অকেজো ছিল। কিন্তু আমরা খবর পাচ্ছিলাম যে, অফিসগুলো নতুনভাবে সাজানো হয়েছে, চেয়ার বসানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে এবং তারা নাকি সেখানে আসা-যাওয়া করে। আমরা সেখানে যেতে চাইনি। আমরা কোতোয়ালী থানাকে বলেছিলাম যে, আপনারা একটু দেখেন।’

 

 

 

‘সর্বশেষ আমরা গত ১৮ অক্টোবর খবর পেলাম যে, ওখানে শেখ রাসেলের জন্মদিন পালন করা হবে। আমরা সেদিন গিয়েছিলাম, কিন্তু সেখানে কাউকে আমরা পাইনি। মঙ্গলবার আমরা আবার খবর পেলাম যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার সেখানে এসেছে। সেই খবর পেয়ে আমরা কাজীর দেউড়ির মোড় থেকে রওনা দিই। অনেকে তখন সেখানে চলে আসে। আমরা সেখানে পৌঁছে দেখতে পাই যে, অফিসটা ভাঙচুর করা হয়েছে। তবে দখল করা হয়নি’-যোগ করেন তিনি।

 

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ওপর সামাজিক মাধ্যমে হুমকি-ধমকি আসছে বলে তিনি অভিযোগ করেন।

 

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে নগরীর নিউমার্কেট মোড়ে দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভাঙচুরের সময় এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিনকে দেখা যায়। তখন একদল যুবক কার্যালয়টির বাইরে শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছিল।