ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আসামে বহুবিবাহ প্রতিরোধ বিল মন্ত্রিসভায় অনুমোদন: বহুবিবাহে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড প্রস্তাব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

ভারতের আসামের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে বহুবিবাহ প্রতিরোধ বিল। বিল অনুযায়ী, কেউ একাধিক বিয়ে করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) রাজ্যটির মন্ত্রিসভা বিলটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়। আগামী ২৫ নভেম্বর আসাম বিধানসভায় এ বিলটি পেশ করা হবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “বিলটি পাস হলে আসামে বহুবিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। কেউ দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে করলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে।”

তিনি আরও জানান, বহুবিবাহের কারণে ক্ষতিগ্রস্ত নারীদের আর্থিক সহায়তার জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হবে। “অনেক সময় দেখা যায়, দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে নারীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই লক্ষ্যেই এই তহবিল,” বলেন মুখ্যমন্ত্রী।

তবে নতুন আইনের আওতার বাইরে থাকবে আসামের উপজাতি জনগোষ্ঠী। ষষ্ঠ তফশিলভুক্ত এলাকা, বিটিসি, কার্বিআংলং ও ডিমা হাসাও জেলায় এই আইন কার্যকর হবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিল পাস হিমন্ত বিশ্বশর্মা সরকারের জন্য একটি বড় রাজনৈতিক সাফল্য হয়ে উঠতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে মামুনুল হকসহ মনোনয়ন প্রত্যাহার করলেন ৬ প্রার্থী

আসামে বহুবিবাহ প্রতিরোধ বিল মন্ত্রিসভায় অনুমোদন: বহুবিবাহে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড প্রস্তাব

আপডেট সময় ০৬:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ভারতের আসামের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে বহুবিবাহ প্রতিরোধ বিল। বিল অনুযায়ী, কেউ একাধিক বিয়ে করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) রাজ্যটির মন্ত্রিসভা বিলটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়। আগামী ২৫ নভেম্বর আসাম বিধানসভায় এ বিলটি পেশ করা হবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “বিলটি পাস হলে আসামে বহুবিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। কেউ দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে করলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে।”

তিনি আরও জানান, বহুবিবাহের কারণে ক্ষতিগ্রস্ত নারীদের আর্থিক সহায়তার জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হবে। “অনেক সময় দেখা যায়, দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে নারীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই লক্ষ্যেই এই তহবিল,” বলেন মুখ্যমন্ত্রী।

তবে নতুন আইনের আওতার বাইরে থাকবে আসামের উপজাতি জনগোষ্ঠী। ষষ্ঠ তফশিলভুক্ত এলাকা, বিটিসি, কার্বিআংলং ও ডিমা হাসাও জেলায় এই আইন কার্যকর হবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিল পাস হিমন্ত বিশ্বশর্মা সরকারের জন্য একটি বড় রাজনৈতিক সাফল্য হয়ে উঠতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস