ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা, ইন্দোনেশিয়ায় ক্ষোভের ঝড়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

 

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা করেছে দেশটির সরকার। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বহু বিতর্কিত এই নেতাকে বীরের মর্যাদা দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, মানবাধিকারকর্মী ও বুদ্ধিজীবীরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

নতুন করে সুহার্তোসহ আরও ১০ জনকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করা হয়। সোমবার প্রেসিডেন্টের সামরিক সচিব এই তালিকা পড়ে শোনান।
উল্লেখযোগ্যভাবে, বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো হচ্ছেন প্রয়াত সুহার্তোর সাবেক জামাতা। গত অক্টোবর মাসে সামাজিক ও সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রায় ৫০ জন প্রার্থীকে এই পদমর্যাদার জন্য মনোনীত করেছিল।

তালিকা প্রকাশের পর সোমবার পুরস্কার গ্রহণ করেন সুহার্তোর সন্তানরা। প্রেসিডেন্টের কার্যালয়ের লাইভ সম্প্রচারে জানানো হয়, স্বাধীনতা আন্দোলনের সময় জাকার্তায় জাপানি অস্ত্রাগার দখলে নেতৃত্ব দেওয়ার জন্য সুহার্তোকে এই সম্মান দেওয়া হয়েছে।

তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, লাখো মানুষের হত্যাযজ্ঞ ও গণদমন অভিযানের দায়ে অভিযুক্ত একজন স্বৈরশাসককে ‘জাতীয় বীর’ ঘোষণা ইন্দোনেশিয়ার ইতিহাসকে বিকৃত করার শামিল।

জনপ্রিয় সংবাদ

সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা, ইন্দোনেশিয়ায় ক্ষোভের ঝড়

আপডেট সময় ১০:২৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

 

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা করেছে দেশটির সরকার। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বহু বিতর্কিত এই নেতাকে বীরের মর্যাদা দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, মানবাধিকারকর্মী ও বুদ্ধিজীবীরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

নতুন করে সুহার্তোসহ আরও ১০ জনকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করা হয়। সোমবার প্রেসিডেন্টের সামরিক সচিব এই তালিকা পড়ে শোনান।
উল্লেখযোগ্যভাবে, বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো হচ্ছেন প্রয়াত সুহার্তোর সাবেক জামাতা। গত অক্টোবর মাসে সামাজিক ও সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রায় ৫০ জন প্রার্থীকে এই পদমর্যাদার জন্য মনোনীত করেছিল।

তালিকা প্রকাশের পর সোমবার পুরস্কার গ্রহণ করেন সুহার্তোর সন্তানরা। প্রেসিডেন্টের কার্যালয়ের লাইভ সম্প্রচারে জানানো হয়, স্বাধীনতা আন্দোলনের সময় জাকার্তায় জাপানি অস্ত্রাগার দখলে নেতৃত্ব দেওয়ার জন্য সুহার্তোকে এই সম্মান দেওয়া হয়েছে।

তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, লাখো মানুষের হত্যাযজ্ঞ ও গণদমন অভিযানের দায়ে অভিযুক্ত একজন স্বৈরশাসককে ‘জাতীয় বীর’ ঘোষণা ইন্দোনেশিয়ার ইতিহাসকে বিকৃত করার শামিল।