ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতের ‘প্রক্সি গোষ্ঠী’কে দায়ী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

ইসলামাবাদের আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ করেছেন, হামলায় ভারতের সক্রিয়ভাবে সমর্থিত চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, “ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়। ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে।”

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে সংঘটিত ওই আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণের জন্য আফগানিস্তানকেও পরোক্ষভাবে দায়ী করে বলেন, “কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই হামলা কাবুলের একটি বার্তা—যার জবাব পাকিস্তান দিতে জানে।”

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তিনি ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।

এ বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি।

জনপ্রিয় সংবাদ

আমি সাংবাদিককে থ্রেট দিচ্ছি না, আমাকে নিউজ করতে হলে অবশ্যই আমার মন্তব্য নিতে হবে: রাশেদ খান

ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতের ‘প্রক্সি গোষ্ঠী’কে দায়ী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আপডেট সময় ১১:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ইসলামাবাদের আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ করেছেন, হামলায় ভারতের সক্রিয়ভাবে সমর্থিত চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, “ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়। ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে।”

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে সংঘটিত ওই আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণের জন্য আফগানিস্তানকেও পরোক্ষভাবে দায়ী করে বলেন, “কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই হামলা কাবুলের একটি বার্তা—যার জবাব পাকিস্তান দিতে জানে।”

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তিনি ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।

এ বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি।