ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও উপজেলা মুখ্য সমন্বয়ক মোজাম্মেল হককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত মোজাম্মেল হক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। তার বাম হাতের কবজির হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান।
জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র, অনিয়ম ও সিন্ডিকেটবিরোধী পূর্বঘোষিত মানববন্ধনে অংশ নিতে গিয়ে হামলার শিকার হন তিনি। মোজাম্মেল হকের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইনের নির্দেশে হাসপাতাল থেকে বেরিয়ে আসা কয়েকজন লাঠি-সোটা হাতে তাকে আক্রমণ করে।
এসময় উপজেলা এনসিপির সদস্য মাসুম বিল্লাহ, সোহেল এবং গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আব্দুর রবও আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
তবে ডা. মো. জাকির হোসাইন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো হামলার নির্দেশ দেইনি। কারা হামলা করেছে, তা আমার জানা নেই।”
ময়মনসিংহের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সল আহমেদ বলেন, “বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে। কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় নিন্দা জানিয়ে এনসিপি ময়মনসিংহ জেলা সমন্বয়কারী মো. ইকরাম এলাহী খান বলেন, “আমাদের নেতাকে অন্যায়ভাবে পেটানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।”
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, ঘটনায় জড়িত সাবেক সেনাসদস্য রফিকুল ইসলাম রবিকে আটক করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

























