কেনিয়ায় ঘটেছে অবিশ্বাস্য এক প্রতারণা। ব্রায়ান মওয়েন্ডা ন্টউইগা নামের এক ব্যক্তি কোনো আইনগত প্রশিক্ষণ বা পেশাগত যোগ্যতা ছাড়াই নিজেকে দক্ষ আইনজীবী পরিচয় দিয়ে আদালতে টানা ২৬টি মামলা জিতে সবাইকে হতবাক করেছেন।
চালাকিটাও ছিল নিখুঁত—তিনি হ্যাকিংয়ের মাধ্যমে কেনিয়ার ল’ সোসাইটির পোর্টালে এক প্রকৃত আইনজীবীর প্রোফাইলে নিজের ছবি বসিয়ে দেন। এরপর থেকে বিচারক, আইনজীবী কিংবা ক্লায়েন্ট—কেউই বুঝতে পারেননি যে তিনি আসলে ভুয়া।
আত্মবিশ্বাসী বক্তব্য, কোর্টরুমে তুখোড় উপস্থিতি এবং জোরালো যুক্তি–তর্কের মাধ্যমে দীর্ঘদিন তিনি সবাইকে ধোঁকা দিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত সন্দেহ দেখা দিলে তদন্ত হয়, এবং তার প্রতারণা প্রকাশ্যে আসে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এই অভূতপূর্ব ঘটনা কেনিয়ার আদালতব্যবস্থা ও আইনজীবী নিবন্ধন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

























