ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: সেনাপ্রধান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

 

পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। রবিবার (১৬ নভেম্বর) ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের ফাঁকে পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডেইলি জাং–কে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন তিনি।

সাক্ষাৎকারে ভারতের সঙ্গে গত মে মাসে সংঘটিত যুদ্ধের প্রসঙ্গ টেনে মুনির বলেন, “পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন। মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে—এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ।” তিনি আরও দাবি করেন, পাকিস্তানের সেনাবাহিনী ‘আল্লাহর সেনাবাহিনী’ এবং তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন।

গত মে মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে এবং হামলা–পাল্টা হামলায় বহু বেসামরিক নাগরিক ও সেনা সদস্য নিহত হন। সে সময় ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।

এ সংঘাতে নেতৃত্ব প্রদানের জন্য যুদ্ধ শেষে মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে পাকিস্তান সরকার। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে আবারও কোনো আগ্রাসন চালানো হলে মে মাসের মতোই কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে।”

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, ঈমানদাররা দৃঢ় বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করা সম্ভব—মে মাসে পাকিস্তান সেই বাস্তবতার উদাহরণ রেখেছে।

তার বক্তব্যের সময় প্রেসিডেন্ট হাউসে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। শেষে তিনি দেশের উন্নতির জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং জানান, আল্লাহর নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন তিনি।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট সময় ১০:২৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

 

পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। রবিবার (১৬ নভেম্বর) ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের ফাঁকে পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডেইলি জাং–কে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন তিনি।

সাক্ষাৎকারে ভারতের সঙ্গে গত মে মাসে সংঘটিত যুদ্ধের প্রসঙ্গ টেনে মুনির বলেন, “পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন। মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে—এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ।” তিনি আরও দাবি করেন, পাকিস্তানের সেনাবাহিনী ‘আল্লাহর সেনাবাহিনী’ এবং তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন।

গত মে মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে এবং হামলা–পাল্টা হামলায় বহু বেসামরিক নাগরিক ও সেনা সদস্য নিহত হন। সে সময় ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।

এ সংঘাতে নেতৃত্ব প্রদানের জন্য যুদ্ধ শেষে মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে পাকিস্তান সরকার। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে আবারও কোনো আগ্রাসন চালানো হলে মে মাসের মতোই কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে।”

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, ঈমানদাররা দৃঢ় বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করা সম্ভব—মে মাসে পাকিস্তান সেই বাস্তবতার উদাহরণ রেখেছে।

তার বক্তব্যের সময় প্রেসিডেন্ট হাউসে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। শেষে তিনি দেশের উন্নতির জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং জানান, আল্লাহর নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন তিনি।