সৌদি আরবে মক্কা থেকে মদিনার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৪২ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনা স্থানীয় সময় ভোররাতের দিকে মদিনার মুফরিহাটে ঘটে।
ওমরাহযাত্রীদের পরিবহন করা বাসটি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমে ছিলেন। সংঘর্ষের সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়, যা হতাহতের সংখ্যা আরও বাড়িয়েছে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ১০ জন শিশু রয়েছেন। অধিকাংশ যাত্রী ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, যার ফলে হতাহতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন যাত্রী বেঁচে গেছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তার অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নয়াদিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করার নির্দেশ দিয়েছেন।

























