ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দলগুলোকেই ভারত বিশ্বাস করে: প্রধানমন্ত্রী মোদি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

উন্নয়নমুখী রাজনৈতিক দলগুলোর প্রতি ভারতের মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহার রাজ্য নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় তিনি বলেন, মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি এবং তারা সেইসব দলকেই মূল্যায়ন করছে, যারা সত্যিকার অর্থেই উন্নয়নকে অগ্রাধিকার দেয়। এনডিটিভির এক প্রতিবেদনে সোমবার এসব তথ্য জানানো হয়।

ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা লেকচারে বক্তব্য দিতে গিয়ে মোদি বলেন, কেন্দ্রীয় সরকার হোক বা আঞ্চলিক সরকার— উন্নয়নই হওয়া উচিত সব সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, বিহারের নির্বাচন ফলাফল আবারও প্রমাণ করেছে যে দেশবাসীর আকাঙ্ক্ষা এখন অনেক বড়। তারা বিশ্বাস করে সৎ উদ্দেশ্যসম্পন্ন রাজনৈতিক দলকে, যারা জনগণের আশা পূরণের জন্য কাজ করে।

মোদি আরও বলেন, রাজ্য সরকারগুলো যদি বিনিয়োগ আকর্ষণ ও প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করে, তবে তা ভারতের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে। বিজেপির ধারাবাহিক নির্বাচনী সাফল্যের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দলটি মানুষের উন্নয়ন ও কল্যাণকে কেন্দ্র করেই কাজ করে; নির্বাচনী চিন্তা নয়, মানুষের আবেগই তাদের প্রধান শক্তি।

বিশ্ব অর্থনীতির অস্থিরতার মধ্যেও ভারতের জিডিপি প্রায় সাত শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে মোদি বলেন, বিশ্বের বহু দেশ এখন ভারতের উন্নয়ন মডেলকে আশা ও সম্ভাবনার প্রতীক হিসেবে দেখছে। তার ভাষায়, ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির, এবং বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও দেশটি দ্রুতই এগিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দলগুলোকেই ভারত বিশ্বাস করে: প্রধানমন্ত্রী মোদি

আপডেট সময় ০৩:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

উন্নয়নমুখী রাজনৈতিক দলগুলোর প্রতি ভারতের মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহার রাজ্য নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় তিনি বলেন, মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি এবং তারা সেইসব দলকেই মূল্যায়ন করছে, যারা সত্যিকার অর্থেই উন্নয়নকে অগ্রাধিকার দেয়। এনডিটিভির এক প্রতিবেদনে সোমবার এসব তথ্য জানানো হয়।

ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা লেকচারে বক্তব্য দিতে গিয়ে মোদি বলেন, কেন্দ্রীয় সরকার হোক বা আঞ্চলিক সরকার— উন্নয়নই হওয়া উচিত সব সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, বিহারের নির্বাচন ফলাফল আবারও প্রমাণ করেছে যে দেশবাসীর আকাঙ্ক্ষা এখন অনেক বড়। তারা বিশ্বাস করে সৎ উদ্দেশ্যসম্পন্ন রাজনৈতিক দলকে, যারা জনগণের আশা পূরণের জন্য কাজ করে।

মোদি আরও বলেন, রাজ্য সরকারগুলো যদি বিনিয়োগ আকর্ষণ ও প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করে, তবে তা ভারতের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে। বিজেপির ধারাবাহিক নির্বাচনী সাফল্যের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দলটি মানুষের উন্নয়ন ও কল্যাণকে কেন্দ্র করেই কাজ করে; নির্বাচনী চিন্তা নয়, মানুষের আবেগই তাদের প্রধান শক্তি।

বিশ্ব অর্থনীতির অস্থিরতার মধ্যেও ভারতের জিডিপি প্রায় সাত শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে মোদি বলেন, বিশ্বের বহু দেশ এখন ভারতের উন্নয়ন মডেলকে আশা ও সম্ভাবনার প্রতীক হিসেবে দেখছে। তার ভাষায়, ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির, এবং বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও দেশটি দ্রুতই এগিয়ে যাচ্ছে।