রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে পল্লবী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ককটেল বিস্ফোরণে আহত মঞ্জুরুল হক বলেন, ‘তিনটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। আমিও পায়ে আঘাত পেয়েছি। থানার এক পুলিশসহ আমরা তিনজন আহত হয়েছি। তবে বেশি গুরুতর না।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৮টা ২৫ মিনিটের দিকে হঠাৎ করে মোটরসাইকেল থেকে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।




















