তীব্র গরমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনকে আগের চেয়ে আরামদায়ক করতে বিশ্বের প্রথম বিশেষায়িত ‘কুলিং ইহরাম’ নিয়ে এসেছে সৌদি আরব। প্যাটেন্ট করা অত্যাধুনিক কুলিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ইহরাম হাজিদের শরীরের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে শরীরকে রাখবে সহনীয় মাত্রায়। ২০২৫ সালের জুন থেকে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীরা এটি ব্যবহার করতে পারবেন।
‘দ্য কুলেস্ট ইহরাম’ নামের এই প্রযুক্তিনির্ভর পোশাক ইউপিএফ ৫০+ সূর্যরশ্মি সুরক্ষা, র্যাপিড-ড্রাই (দ্রুত শুকানো) এবং অ্যাক্টিভ উইকিং প্রযুক্তি সমৃদ্ধ। তীব্র রোদ ও প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যেও হাজিদের আরাম নিশ্চিত করাই এর লক্ষ্য। ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ল্যান্ডর এবং কুলিং ফেব্রিক বিশেষজ্ঞ বিআরআর-এর যৌথ উদ্যোগে তৈরি এই ইহরামকে হজযাত্রার পোশাকে যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
নারী ও পুরুষ উভয়ের জন্য শরিয়াসম্মত নিয়ম মেনে পোশাকটি প্রস্তুত করা হয়েছে। পরিবেশ অনুযায়ী এটি ব্যবহারকারীর ত্বক ঠান্ডা রাখতে সক্ষম, যা দীর্ঘ সময়ের শারীরিক কষ্টের মুহূর্তেও হাজিদের স্বস্তি দেবে।
সৌদিয়া এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) এসাম আখোনবে বলেন, হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা তাদের অঙ্গীকারের অংশ। তিনি জানান, যাত্রীরা যেন ইহরাম সম্পর্কিত কোনও অস্বস্তি ছাড়াই তাদের পবিত্র ইবাদতে মনোযোগ দিতে পারেন—এই প্রযুক্তিগত উদ্ভাবন সেই লক্ষ্যেই।
দুবাইয়ে অনুষ্ঠিত ‘অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট ২০২৫’-এ প্রথম প্রদর্শিত এই কুলিং ইহরাম ধর্মীয় পর্যটনে সৌদি আরবের প্রযুক্তিগত অগ্রযাত্রাকে আরেক ধাপ এগিয়ে নিয়েছে। বিআরআর-এর সিইও মেরি-ক্যাথরিন কোলব একে যুগান্তকারী প্রকল্প হিসেবে উল্লেখ করেন।
২০২৫ সালের জুনে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীদের জন্য কুলিং ইহরাম বাজারে আসবে। এর বিতরণ পরিকল্পনা শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।























