ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে, যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত, বিশাল অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ ধনী ব্যক্তি ও রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিটে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, এ অঞ্চলে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করবেন তিনি, যা পূর্বের বিনিয়োগের তুলনায় দ্বিগুণেরও বেশি।
ভারতীয় অর্থনৈতিক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, গত চার দশকে রিলায়েন্স গ্রুপ ইতোমধ্যে উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। এবার সেই অঙ্ক বাড়িয়ে নতুনভাবে ৭৫ হাজার কোটি রুপিতে উন্নীত করা হচ্ছে।
সামিটে মুকেশ আম্বানি বলেন, “সেভেন সিস্টার্স অঞ্চলে বিপুল সম্ভাবনা রয়েছে। এখন সময় এসেছে সেই সম্ভাবনাগুলো বাস্তবায়নের।” তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে এই রাজ্যগুলো সিঙ্গাপুরের মতো উন্নত নগরীতে রূপান্তরিত হতে পারে।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে মুকেশ আম্বানি মোট ছয়টি প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হচ্ছে—
-
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
-
ডিজিটাল কানেক্টিভিটির সম্প্রসারণ
তিনি জানান, তার প্রতিষ্ঠান জিও ইতোমধ্যেই এই অঞ্চলের ৯০ শতাংশ জনগণের কাছে ডিজিটাল সংযোগ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আগামী দিনে এই কাভারেজ আরও বাড়ানো হবে এবং দ্রুতগতির ইন্টারনেট ও মোবাইল সেবার মাধ্যমে গ্রামীণ ও দুর্গম এলাকাকেও ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হবে।