ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বারবার ভূমিকম্পে আতঙ্ক—জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

 

দেশে সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পে সৃষ্টি হওয়া আতঙ্কজনক পরিস্থিতির প্রেক্ষিতে ভূমিকম্প প্রস্তুতি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকারপ্রধানের দপ্তরে এ বৈঠক শুরু হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার ও শনিবার (২১–২২ নভেম্বর) দুই দিনে চার দফা ভূমিকম্প আঘাত হানার পর জরুরি ভিত্তিতে এই বৈঠকের উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা। শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূকম্পন অনুভূত হওয়ার আগে শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। এতে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষ আহত হন। রাজধানীর বহু ভবনে ফাটল দেখা যায়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরের নরসিংদীর মাধবদীতে, আর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

জনপ্রিয় সংবাদ

হুমকি-ধামকিতে মাথা নত করবে না ইউরোপ: ট্রাম্পের হুমকির জবাবে মাক্রোঁ

বারবার ভূমিকম্পে আতঙ্ক—জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ০৬:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

 

দেশে সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পে সৃষ্টি হওয়া আতঙ্কজনক পরিস্থিতির প্রেক্ষিতে ভূমিকম্প প্রস্তুতি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকারপ্রধানের দপ্তরে এ বৈঠক শুরু হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার ও শনিবার (২১–২২ নভেম্বর) দুই দিনে চার দফা ভূমিকম্প আঘাত হানার পর জরুরি ভিত্তিতে এই বৈঠকের উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা। শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূকম্পন অনুভূত হওয়ার আগে শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। এতে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষ আহত হন। রাজধানীর বহু ভবনে ফাটল দেখা যায়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরের নরসিংদীর মাধবদীতে, আর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।