চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের কুনমিংয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ১১ রেলকর্মী নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানান, কুনমিংয়ের লুয়াং টাউন স্টেশনের কাছে ভূমিকম্প শনাক্তকরণের জন্য ট্রেনটি যন্ত্রাংশ পরীক্ষা করছিল। এই সময় বাঁকানো রেললাইনে থাকা কর্মীদের ধাক্কা লাগে।
দুর্ঘটনার পর স্টেশনটি দ্রুত স্বাভাবিক হয়েছে এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। কারণ এখনো অনুসন্ধান করা হচ্ছে।
চীন বিশ্বের সবচেয়ে বড় রেলনেটওয়ার্কের মালিক, যার মোট দৈর্ঘ্য ১ লাখ ৬০ হাজার কিলোমিটার। দেশটিতে প্রতিবছর কয়েক কোটি ট্রিপ পরিচালনা করা হয়। এর আগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনে একইভাবে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০১১ সালে ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু ও ২০০-এর বেশি আহত হয়েছিলেন।
সূত্র: রয়টার্স


























