ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় জানানো হয়, খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তিনি নিয়মিত খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ঘাটতি রাখা যাবে না। প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণা, তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গত দুইদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়।

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মেডিকেল বোর্ড, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও চিকিৎসক দলের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। গত রোববার রাতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে, গত ১৫ অক্টোবরও এক দিনের জন্য তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন।


 

জনপ্রিয় সংবাদ

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, সমালোচনার ঝড়

খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস

আপডেট সময় ০৮:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় জানানো হয়, খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তিনি নিয়মিত খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ঘাটতি রাখা যাবে না। প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণা, তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গত দুইদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়।

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মেডিকেল বোর্ড, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও চিকিৎসক দলের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। গত রোববার রাতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে, গত ১৫ অক্টোবরও এক দিনের জন্য তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন।