ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুর-১: নাসিরউদ্দিন কালুর মনোনয়নের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল ও বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের পরিবর্তে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একে এম নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন দেওয়ার দাবিতে নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শহরে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিক্ষোভকারীরা জানান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও তার গ্রামের বাড়ি শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট) এলাকায়। তারা মনে করছেন, তিনবারের সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন কালু স্থানীয় ও যোগ্য প্রার্থী। এই কারণে কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

মিছিলটি জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। এতে অন্তত তিন শতাধিক মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বলেন, তিনি প্রবীণ রাজনীতিবিদ, জেলা বিএনপির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং জেলার অবকাঠামো উন্নয়নে অবদান রেখেছেন।

সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুস সামাদ বেপারী বলেন, আসনে অনেক যোগ্য ব্যক্তি থাকলেও কালু সরদারের বিকল্প নেই। তাই নেতাকর্মীরা তাকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: চসিক মেয়র

শরীয়তপুর-১: নাসিরউদ্দিন কালুর মনোনয়নের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল ও বিক্ষোভ

আপডেট সময় ১০:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের পরিবর্তে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একে এম নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন দেওয়ার দাবিতে নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শহরে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিক্ষোভকারীরা জানান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও তার গ্রামের বাড়ি শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট) এলাকায়। তারা মনে করছেন, তিনবারের সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন কালু স্থানীয় ও যোগ্য প্রার্থী। এই কারণে কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

মিছিলটি জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। এতে অন্তত তিন শতাধিক মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বলেন, তিনি প্রবীণ রাজনীতিবিদ, জেলা বিএনপির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং জেলার অবকাঠামো উন্নয়নে অবদান রেখেছেন।

সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুস সামাদ বেপারী বলেন, আসনে অনেক যোগ্য ব্যক্তি থাকলেও কালু সরদারের বিকল্প নেই। তাই নেতাকর্মীরা তাকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।