মায়ের গুরুতর অসুস্থতার সময় ইচ্ছে থাকা সত্ত্বেও দেশে ফিরতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক বাস্তবতার কারণে তার দেশে ফেরা একক সিদ্ধান্তে সম্ভব নয়। পরিস্থিতি অনুকূলে এলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শনিবার (২৯ নভেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তারেক রহমান।
তিনি লিখেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেমন যে কোনো সন্তানের থাকে, আমারও আছে। কিন্তু এই ইচ্ছা বাস্তবায়নের ক্ষেত্রে আমার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সম্পূর্ণ একক বা অবাধ নয়। সংবেদনশীল বিষয় হওয়ায় এ বিষয়ে বিস্তারিত বলারও সীমাবদ্ধতা রয়েছে।’
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছামাত্রই তার দীর্ঘদিনের উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে—এমন বিশ্বাসই ধারণ করছেন তিনি ও তার পরিবার।
খালেদা জিয়ার প্রতি দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনের জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারেক রহমান। পাশাপাশি খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানান।


























