ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন নির্বাচনের আগে পদত্যাগ করতে পারেন দুই উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

ঢাকা, ২৯ নভেম্বর: আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। পদত্যাগের সঠিক তারিখ এখনও চূড়ান্ত নয়।

ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এই দুই উপদেষ্টা পদত্যাগের জন্য প্রস্তুত। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, মাহফুজ আলম ৪ অথবা ৫ ডিসেম্বর পদত্যাগ করতে পারেন। তার দুই দিন আগে বা পরে আসিফ মাহমুদ পদত্যাগ করতে পারেন।

গত ৯ নভেম্বর নিজ বাড়ি কুমিল্লার বদলে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার পর আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনে তিনি ঢাকা থেকে অংশ নেবেন। তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব।”

পদত্যাগের পর আসিফ মাহমুদ কোন দলে যোগ দেবেন তা এখনো স্পষ্ট নয়। তবে বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, মাহফুজ আলম পদত্যাগের পর এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) যুক্ত হতে পারেন। শাপলাকলি প্রতীক নিয়ে লক্ষ্মীপুর-১ আসনে তিনি নির্বাচন করতে পারেন।

বিএনপির ঢাকা-১০ আসনে এখনো প্রার্থী ঘোষণা না করলেও গুঞ্জন রয়েছে আসিফ মাহমুদ দলটির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিতে পারেন। বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ


 

জনপ্রিয় সংবাদ

ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: চসিক মেয়র

আসন্ন নির্বাচনের আগে পদত্যাগ করতে পারেন দুই উপদেষ্টা

আপডেট সময় ১২:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

ঢাকা, ২৯ নভেম্বর: আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। পদত্যাগের সঠিক তারিখ এখনও চূড়ান্ত নয়।

ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এই দুই উপদেষ্টা পদত্যাগের জন্য প্রস্তুত। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, মাহফুজ আলম ৪ অথবা ৫ ডিসেম্বর পদত্যাগ করতে পারেন। তার দুই দিন আগে বা পরে আসিফ মাহমুদ পদত্যাগ করতে পারেন।

গত ৯ নভেম্বর নিজ বাড়ি কুমিল্লার বদলে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার পর আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনে তিনি ঢাকা থেকে অংশ নেবেন। তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব।”

পদত্যাগের পর আসিফ মাহমুদ কোন দলে যোগ দেবেন তা এখনো স্পষ্ট নয়। তবে বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, মাহফুজ আলম পদত্যাগের পর এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) যুক্ত হতে পারেন। শাপলাকলি প্রতীক নিয়ে লক্ষ্মীপুর-১ আসনে তিনি নির্বাচন করতে পারেন।

বিএনপির ঢাকা-১০ আসনে এখনো প্রার্থী ঘোষণা না করলেও গুঞ্জন রয়েছে আসিফ মাহমুদ দলটির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিতে পারেন। বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ