বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্কটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ আশঙ্কার কথা জানান।
ডা. জারা বলেন, “রাজনীতি, দল–মত, মতাদর্শ—সবকিছুর ঊর্ধ্বে উঠে তার জন্য সবার দোয়া কামনা করি।” তিনি জানান, এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে তার সংক্ষিপ্ত দেখা হয়েছিল। সেই সময় দেশেই থেকে দেশের জন্য কাজ করে যাওয়ার উপদেশ দেন বিএনপি নেত্রী।
জারা লিখেছেন, “অসংখ্য মানুষই এমন কথা বলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মুখে এ উপদেশের গভীরতা, ইতিহাস আর সত্যতা সম্পূর্ণ ভিন্ন। জীবনের সবচেয়ে কঠিন সময়েও তিনি দেশ ও দেশের মানুষের পাশ থেকে সরেননি।”
তিনি আরও বলেন, দীর্ঘ বেদনা, অপমান, কারাবাস ও প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া তার অবস্থান ও বিশ্বাস থেকে কখনো আপোষ করেননি। তার ধৈর্য, সহনশীলতা ও রাজনৈতিক দৃঢ়তা সবার জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন এনসিপি নেতা।
শেষে মহান আল্লাহ তায়ালার কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ডা. তাসনিম জারা প্রার্থনা জানান: “তিনি যেন বেগম জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।”




















