ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাত আবদুল্লাহ: শেখ হাসিনার ফাঁসি দেখার জন্য আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৯ নভেম্বর) সকালে তাকে দেখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন।”

হাসনাত আরও বলেন, খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। তিনি যেন দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া নিজেই দেখতে পান। এছাড়া তিনি দাবি করেন, খালেদা জিয়ার আজকের পরিস্থিতি তৈরি হয়েছে একটি ক্লিনিক্যাল অপারেশন ও মেডিক্যাল অত্যাচারের মাধ্যমে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে খালেদা জিয়াকে জেলের মধ্যে সঠিক চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং যেকোনো ডাক্তারকে তাকে চিকিৎসা করতে গেলে ভয়ভীতি ও হয়রানির মুখোমুখি হতে হতো।

অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, দলমত নির্বিশেষে খালেদা জিয়া সবসময় দেশের জন্য লড়াই করেছেন, তাই সকলেই তার সুস্থতার জন্য দোয়া করবেন।


 

জনপ্রিয় সংবাদ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

হাসনাত আবদুল্লাহ: শেখ হাসিনার ফাঁসি দেখার জন্য আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন

আপডেট সময় ০১:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৯ নভেম্বর) সকালে তাকে দেখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন।”

হাসনাত আরও বলেন, খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। তিনি যেন দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া নিজেই দেখতে পান। এছাড়া তিনি দাবি করেন, খালেদা জিয়ার আজকের পরিস্থিতি তৈরি হয়েছে একটি ক্লিনিক্যাল অপারেশন ও মেডিক্যাল অত্যাচারের মাধ্যমে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে খালেদা জিয়াকে জেলের মধ্যে সঠিক চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং যেকোনো ডাক্তারকে তাকে চিকিৎসা করতে গেলে ভয়ভীতি ও হয়রানির মুখোমুখি হতে হতো।

অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, দলমত নির্বিশেষে খালেদা জিয়া সবসময় দেশের জন্য লড়াই করেছেন, তাই সকলেই তার সুস্থতার জন্য দোয়া করবেন।