ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; আহত শতাধিক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে শনিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া স্থানীয় আধিপত্য বিরোধে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলতে চলতে বেলা ১১টা পর্যন্ত অব্যাহত থাকে এবং পুরো ইউনিয়নের মানুষ এতে জড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বালিয়াগট্টি বাজার ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। এতে অন্তত শতাধিক মানুষ আহত হয় এবং বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। দুজনই ফরিদপুর–২ আসনের বিএনপির প্রাথমিক তালিকাভুক্ত প্রার্থী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থক হিসেবে পরিচিত। তাঁদের অনুসারীরা সকালে ঢাল, সরকি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়।

হাবেলি গট্টি গ্রামের সত্তরোর্ধ্ব বাসিন্দা আলেপ শেখ, নুরু মাতুব্বর গ্রুপের সমর্থক, বাড়িতে আহত অবস্থায় আটকা পড়েন। অন্যদিকে, জাহিদ মাতুব্বরপন্থিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে বাজার সংলগ্ন এলাকার ওমর ফারুকের পাঁচটি গরু লুট করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মারুফ হাসান জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।


 

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে মোদির পোস্ট!

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; আহত শতাধিক

আপডেট সময় ০২:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে শনিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া স্থানীয় আধিপত্য বিরোধে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলতে চলতে বেলা ১১টা পর্যন্ত অব্যাহত থাকে এবং পুরো ইউনিয়নের মানুষ এতে জড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বালিয়াগট্টি বাজার ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। এতে অন্তত শতাধিক মানুষ আহত হয় এবং বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। দুজনই ফরিদপুর–২ আসনের বিএনপির প্রাথমিক তালিকাভুক্ত প্রার্থী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থক হিসেবে পরিচিত। তাঁদের অনুসারীরা সকালে ঢাল, সরকি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়।

হাবেলি গট্টি গ্রামের সত্তরোর্ধ্ব বাসিন্দা আলেপ শেখ, নুরু মাতুব্বর গ্রুপের সমর্থক, বাড়িতে আহত অবস্থায় আটকা পড়েন। অন্যদিকে, জাহিদ মাতুব্বরপন্থিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে বাজার সংলগ্ন এলাকার ওমর ফারুকের পাঁচটি গরু লুট করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মারুফ হাসান জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।