ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর খোঁজখবর নিতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিদের আনাগোনা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেগম জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন।

এ ছাড়া দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়ার শারীরিক জটিলতা এবং চলমান চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

গত রোববার (২৩ নভেম্বর) ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরবর্তীতে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। এর পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের দীর্ঘদিনের জটিলতা বিদ্যমান থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে।

চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। যদিও তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন, তবুও চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।

বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষের দোয়া অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল

আপডেট সময় ০৪:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর খোঁজখবর নিতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিদের আনাগোনা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেগম জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন।

এ ছাড়া দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়ার শারীরিক জটিলতা এবং চলমান চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

গত রোববার (২৩ নভেম্বর) ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরবর্তীতে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। এর পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের দীর্ঘদিনের জটিলতা বিদ্যমান থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে।

চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। যদিও তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন, তবুও চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।

বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষের দোয়া অব্যাহত রয়েছে।