ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জামায়াতের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরির স্বার্থে অবিলম্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন ও তাদের গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনে এই দাবি জানানো হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে।

গত ২৭ নভেম্বর ঈশ্বরদীতে জামায়াতের মিছিলে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রসহ সশস্ত্র হামলা চালিয়ে বিএনপির লোকজন ৬০–৭০ জন নেতাকর্মীকে আহত করেছে বলে অভিযোগ করা হয়। এছাড়া চাঁদপুর, নোয়াখালী, জামালপুর, ফেনী, নওগাঁ, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, গাইবান্ধা, জয়পুরহাট ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় একই ধরনের হামলার কথা উল্লেখ করা হয়।

শূরার অধিবেশনে বলা হয়—এমন পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না এবং সরকার এখনো উপযুক্ত নির্বাচন পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ।

এছাড়া ঈশ্বরদীতে হামলার ঘটনায় একটি পত্রিকায় ‘পিস্তল হাতে ভাইরাল যুবক জামায়াত কর্মী’—শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা ও তথ্য সন্ত্রাস বলে দাবি করে জামায়াত। সংশ্লিষ্ট পত্রিকাকে ভিত্তিহীন প্রচারণা বন্ধ করার আহ্বান জানানো হয়।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা বলেছে, নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দেশজুড়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জামায়াতের

আপডেট সময় ০৭:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরির স্বার্থে অবিলম্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন ও তাদের গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনে এই দাবি জানানো হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে।

গত ২৭ নভেম্বর ঈশ্বরদীতে জামায়াতের মিছিলে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রসহ সশস্ত্র হামলা চালিয়ে বিএনপির লোকজন ৬০–৭০ জন নেতাকর্মীকে আহত করেছে বলে অভিযোগ করা হয়। এছাড়া চাঁদপুর, নোয়াখালী, জামালপুর, ফেনী, নওগাঁ, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, গাইবান্ধা, জয়পুরহাট ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় একই ধরনের হামলার কথা উল্লেখ করা হয়।

শূরার অধিবেশনে বলা হয়—এমন পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না এবং সরকার এখনো উপযুক্ত নির্বাচন পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ।

এছাড়া ঈশ্বরদীতে হামলার ঘটনায় একটি পত্রিকায় ‘পিস্তল হাতে ভাইরাল যুবক জামায়াত কর্মী’—শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা ও তথ্য সন্ত্রাস বলে দাবি করে জামায়াত। সংশ্লিষ্ট পত্রিকাকে ভিত্তিহীন প্রচারণা বন্ধ করার আহ্বান জানানো হয়।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা বলেছে, নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দেশজুড়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।