ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

সদ্য প্রকাশিত ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাইসুল ইসলাম। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন এবং সেই ঘটনায় সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছিলেন।

রাইসুলের বাড়ি ময়মনসিংহ জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন গত মার্চে সাময়িক বহিষ্কারের সময় তার বিরুদ্ধে উল্লেখ করে, তিনি ১৫ জুলাই ২০২৪-এর সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি যুক্ত ছিলেন।

রাইসুল ইসলামের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সমাজে ক্ষোভ দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলাম ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এটি অত্যন্ত লজ্জার বিষয়। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি পিএসসি ও সুপারিশ প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসে হামলায় প্রায় তিনশত শিক্ষার্থী আহত হন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাইসুল ইসলামের সরাসরি হস্তক্ষেপ স্পষ্টভাবে ধরা পড়ে। ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে ১৭ মার্চ ১২৮ শিক্ষার্থী সাময়িকভাবে বহিষ্কৃত হন।

ডাকসু নেতারা আরও বলেন, রাইসুল ইসলামের সুপারিশ প্রাপ্তি প্রমাণ করছে প্রশাসনিক কাঠামোতে এখনও ফ্যাসিবাদের অনুপ্রবেশকারীরা রয়েছেন এবং তাদের দেশে বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকার আশঙ্কা রয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করতে।

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মোট ১ হাজার ৮০৭ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। রাইসুল ইসলামের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তি সামাজিক ও শিক্ষাব্যবস্থায় নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা

আপডেট সময় ০৯:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

সদ্য প্রকাশিত ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাইসুল ইসলাম। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন এবং সেই ঘটনায় সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছিলেন।

রাইসুলের বাড়ি ময়মনসিংহ জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন গত মার্চে সাময়িক বহিষ্কারের সময় তার বিরুদ্ধে উল্লেখ করে, তিনি ১৫ জুলাই ২০২৪-এর সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি যুক্ত ছিলেন।

রাইসুল ইসলামের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সমাজে ক্ষোভ দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলাম ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এটি অত্যন্ত লজ্জার বিষয়। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি পিএসসি ও সুপারিশ প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসে হামলায় প্রায় তিনশত শিক্ষার্থী আহত হন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাইসুল ইসলামের সরাসরি হস্তক্ষেপ স্পষ্টভাবে ধরা পড়ে। ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে ১৭ মার্চ ১২৮ শিক্ষার্থী সাময়িকভাবে বহিষ্কৃত হন।

ডাকসু নেতারা আরও বলেন, রাইসুল ইসলামের সুপারিশ প্রাপ্তি প্রমাণ করছে প্রশাসনিক কাঠামোতে এখনও ফ্যাসিবাদের অনুপ্রবেশকারীরা রয়েছেন এবং তাদের দেশে বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকার আশঙ্কা রয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করতে।

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মোট ১ হাজার ৮০৭ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। রাইসুল ইসলামের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তি সামাজিক ও শিক্ষাব্যবস্থায় নতুন বিতর্ক সৃষ্টি করেছে।