ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় সপ্তাহজুড়ে বন্যা–ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ায় টানা এক সপ্তাহের ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা–ভূমিধসে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর অনেক জায়গায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি।

রবিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানায়, পশ্চিম সুমাত্রার আগাম এলাকায় নতুন করে মরদেহ উদ্ধারের পর মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০৩ হয়েছে। এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে, আর আহত হয়েছে কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ।

বিএনপিবির প্রধান সুহারিয়ান্তো সতর্ক করে বলেন, নিখোঁজ মানুষের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার রাতের প্রাথমিক হিসেবে পশ্চিম সুমাত্রায় মৃত্যুর সংখ্যা ২৩ ধরা হলেও পরে তা বেড়ে ৬১ হয়েছে এবং নিখোঁজ ৯০ জনে দাঁড়িয়েছে বলে জানান প্রাদেশিক দুর্যোগ দপ্তরের মুখপাত্র ইলহাম ওয়াহাব। তিনি আরও জানান, প্রদেশজুড়ে ৭৫ হাজার ২১৯ জন মানুষ বাস্তুচ্যুত এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৮০৬।

উত্তর সুমাত্রা অঞ্চলে আরও ১১৬ জন ও আচেহ প্রদেশে অন্তত ৩৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

ইন্দোনেশিয়া뿐 নয়, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলও একই ঘূর্ণিঝড়ের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে। মালাক্কা প্রণালিতে সৃষ্ট বিরল উষ্ণমণ্ডলীয় ঝড় তিন দেশে মিলিয়ে প্রায় ৪০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

চেয়ারম্যানসহ আ.লীগের ৯জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

ইন্দোনেশিয়ায় সপ্তাহজুড়ে বন্যা–ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

আপডেট সময় ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় টানা এক সপ্তাহের ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা–ভূমিধসে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর অনেক জায়গায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি।

রবিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানায়, পশ্চিম সুমাত্রার আগাম এলাকায় নতুন করে মরদেহ উদ্ধারের পর মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০৩ হয়েছে। এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে, আর আহত হয়েছে কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ।

বিএনপিবির প্রধান সুহারিয়ান্তো সতর্ক করে বলেন, নিখোঁজ মানুষের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার রাতের প্রাথমিক হিসেবে পশ্চিম সুমাত্রায় মৃত্যুর সংখ্যা ২৩ ধরা হলেও পরে তা বেড়ে ৬১ হয়েছে এবং নিখোঁজ ৯০ জনে দাঁড়িয়েছে বলে জানান প্রাদেশিক দুর্যোগ দপ্তরের মুখপাত্র ইলহাম ওয়াহাব। তিনি আরও জানান, প্রদেশজুড়ে ৭৫ হাজার ২১৯ জন মানুষ বাস্তুচ্যুত এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৮০৬।

উত্তর সুমাত্রা অঞ্চলে আরও ১১৬ জন ও আচেহ প্রদেশে অন্তত ৩৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

ইন্দোনেশিয়া뿐 নয়, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলও একই ঘূর্ণিঝড়ের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে। মালাক্কা প্রণালিতে সৃষ্ট বিরল উষ্ণমণ্ডলীয় ঝড় তিন দেশে মিলিয়ে প্রায় ৪০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।