ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিল পিটিআই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলীয় সিনেটর খুররম জিশান শনিবার এক সাক্ষাৎকারে জানান, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আটক রয়েছেন।

তিনি অভিযোগ করেন, ইমরান খানকে দেশ ছাড়তে বাধ্য করার কৌশল হিসেবে দীর্ঘদিন ধরে তাকে নির্জন কক্ষে রাখা হয়েছে। পরিবার, আইনজীবী কিংবা দলের কোনো জ্যেষ্ঠ নেতাকেও তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। জিশানের মতে, সরকারের এই আচরণ সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন।

গত সপ্তাহে আফগানিস্তানের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পেইজে দাবি করা হয়, কারাগারের ভেতরেই ইমরান খানকে হত্যা করা হয়েছে। ঠিক এ সময়ই আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁর তিন বোনকে এক মাস ধরে সাক্ষাৎ করতে না দেওয়ায় পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা বেড়ে যায়। গুজবের প্রতিক্রিয়ায় জিশান জানান, “গত কয়েক দিনে আমাদের নিশ্চিত করা হয়েছে—ইমরান খান ভালো আছেন এবং জীবিত আছেন।”

অন্যদিকে, পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলে দাবি করেন পিটিআই নেতা। তার বক্তব্য, সরকার তাকে দেশ ছেড়ে নীরব থাকার প্রস্তাব দিয়েছে। বিদেশে নির্দিষ্ট জায়গায় বসেও থাকতে বলা হয়েছে। তবে ইমরান খান কখনো এই প্রস্তাবে রাজি হবেন না বলেই মন্তব্য করেন জিশান।

সিনেটর আরও বলেন, কারাগারে থেকেও ইমরান খানের জনপ্রিয়তা কমেনি—বরং বাড়ছে। পাকিস্তানের তরুণ প্রজন্ম পিটিআইকে আগের চেয়ে আরও শক্তভাবে সমর্থন করছে। তিনি জানান, সরকারের আশঙ্কা—ইমরান খানের একটি সামান্য ছবি প্রকাশ পেলেও তা জনমতের ঢেউ তুলতে পারে বলেই তা গোপন রাখা হচ্ছে।

সূত্র: এএনআই

জনপ্রিয় সংবাদ

অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিল পিটিআই

আপডেট সময় ০৭:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলীয় সিনেটর খুররম জিশান শনিবার এক সাক্ষাৎকারে জানান, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আটক রয়েছেন।

তিনি অভিযোগ করেন, ইমরান খানকে দেশ ছাড়তে বাধ্য করার কৌশল হিসেবে দীর্ঘদিন ধরে তাকে নির্জন কক্ষে রাখা হয়েছে। পরিবার, আইনজীবী কিংবা দলের কোনো জ্যেষ্ঠ নেতাকেও তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। জিশানের মতে, সরকারের এই আচরণ সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন।

গত সপ্তাহে আফগানিস্তানের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পেইজে দাবি করা হয়, কারাগারের ভেতরেই ইমরান খানকে হত্যা করা হয়েছে। ঠিক এ সময়ই আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁর তিন বোনকে এক মাস ধরে সাক্ষাৎ করতে না দেওয়ায় পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা বেড়ে যায়। গুজবের প্রতিক্রিয়ায় জিশান জানান, “গত কয়েক দিনে আমাদের নিশ্চিত করা হয়েছে—ইমরান খান ভালো আছেন এবং জীবিত আছেন।”

অন্যদিকে, পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলে দাবি করেন পিটিআই নেতা। তার বক্তব্য, সরকার তাকে দেশ ছেড়ে নীরব থাকার প্রস্তাব দিয়েছে। বিদেশে নির্দিষ্ট জায়গায় বসেও থাকতে বলা হয়েছে। তবে ইমরান খান কখনো এই প্রস্তাবে রাজি হবেন না বলেই মন্তব্য করেন জিশান।

সিনেটর আরও বলেন, কারাগারে থেকেও ইমরান খানের জনপ্রিয়তা কমেনি—বরং বাড়ছে। পাকিস্তানের তরুণ প্রজন্ম পিটিআইকে আগের চেয়ে আরও শক্তভাবে সমর্থন করছে। তিনি জানান, সরকারের আশঙ্কা—ইমরান খানের একটি সামান্য ছবি প্রকাশ পেলেও তা জনমতের ঢেউ তুলতে পারে বলেই তা গোপন রাখা হচ্ছে।

সূত্র: এএনআই