ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টিকটকে উসকানিমূলক ভিডিও: পার্বতীপুরে আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানা কারাগারে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে উসকানিমূলক ভিডিও প্রকাশের অভিযোগে রাজনৈতিক কার্যক্রম থেকে অব্যাহতিপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানাকে (৩৫) আটক করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটককৃত রাজিয়া সুলতানা পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদিকার দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় পরিচয়ের কারণে গুলপাড়া এলাকায় তার উল্লেখযোগ্য প্রভাব ছিল।

সম্প্রতি তার ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্ট ‘রাজিয়া সুলতানা’ থেকে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে তিনি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ‘ইউনূস হাটাও, বাংলাদেশ বাঁচাও’— এমন বক্তব্যের সঙ্গে লিপসিং করে ভিডিও প্রকাশ করেন। ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে কিছু উত্তেজিত লোকজন তার বাড়িতে হামলা চালায় এবং এলাকাবাসী তার গ্রেপ্তারের দাবি জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পার্বতীপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাকে আটক করা হয়েছে।”


 

জনপ্রিয় সংবাদ

ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: চসিক মেয়র

টিকটকে উসকানিমূলক ভিডিও: পার্বতীপুরে আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানা কারাগারে

আপডেট সময় ০৯:৫৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

দিনাজপুরের পার্বতীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে উসকানিমূলক ভিডিও প্রকাশের অভিযোগে রাজনৈতিক কার্যক্রম থেকে অব্যাহতিপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানাকে (৩৫) আটক করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটককৃত রাজিয়া সুলতানা পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদিকার দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় পরিচয়ের কারণে গুলপাড়া এলাকায় তার উল্লেখযোগ্য প্রভাব ছিল।

সম্প্রতি তার ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্ট ‘রাজিয়া সুলতানা’ থেকে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে তিনি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ‘ইউনূস হাটাও, বাংলাদেশ বাঁচাও’— এমন বক্তব্যের সঙ্গে লিপসিং করে ভিডিও প্রকাশ করেন। ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে কিছু উত্তেজিত লোকজন তার বাড়িতে হামলা চালায় এবং এলাকাবাসী তার গ্রেপ্তারের দাবি জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পার্বতীপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাকে আটক করা হয়েছে।”