ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন ঠেকবে না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। যদিও বিএনপি নেতারা বহুদিন ধরেই বলছেন—তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। সাম্প্রতিক এক বক্তব্যে তারেক রহমান নিজেও দেশে ফেরার পথে প্রতিবন্ধকতার ইঙ্গিত দিয়েছেন।

তবে তার দেশে না ফেরা নির্বাচনকে কোনোভাবেই আটকে দিতে পারে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার ভাষায়, “একজন ব্যক্তির অনুপস্থিতিতে জাতীয় নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নেই।”

রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না—এটা আমি মনে করি না। নির্বাচন যথাসময়ে হবে। তাকেই দেখা যাক, শেষ পর্যন্ত কী ঘটে।”

তিনি আরও জানান, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার একদিনেই ট্রাভেল পাস দিতে পারে। সরকারের পক্ষ থেকে তার দেশে ফেরা নিয়ে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রশ্ন করলে তৌহিদ হোসেন বলেন, “উনি খুবই অসুস্থ। এখনই বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই। কিছুটা উন্নতি হলে বিএনপি অনুরোধ করলে সরকার সহযোগিতা করবে। প্রয়োজনীয় সব সহায়তাই আমরা দিচ্ছি।”

জনপ্রিয় সংবাদ

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন ঠেকবে না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

আপডেট সময় ১১:৫০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। যদিও বিএনপি নেতারা বহুদিন ধরেই বলছেন—তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। সাম্প্রতিক এক বক্তব্যে তারেক রহমান নিজেও দেশে ফেরার পথে প্রতিবন্ধকতার ইঙ্গিত দিয়েছেন।

তবে তার দেশে না ফেরা নির্বাচনকে কোনোভাবেই আটকে দিতে পারে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার ভাষায়, “একজন ব্যক্তির অনুপস্থিতিতে জাতীয় নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নেই।”

রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না—এটা আমি মনে করি না। নির্বাচন যথাসময়ে হবে। তাকেই দেখা যাক, শেষ পর্যন্ত কী ঘটে।”

তিনি আরও জানান, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার একদিনেই ট্রাভেল পাস দিতে পারে। সরকারের পক্ষ থেকে তার দেশে ফেরা নিয়ে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রশ্ন করলে তৌহিদ হোসেন বলেন, “উনি খুবই অসুস্থ। এখনই বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই। কিছুটা উন্নতি হলে বিএনপি অনুরোধ করলে সরকার সহযোগিতা করবে। প্রয়োজনীয় সব সহায়তাই আমরা দিচ্ছি।”