ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ পণ্ড হয়ে গেছে। আয়োজকদের অভিযোগ, কলেজ শাখা ছাত্রদলের হস্তক্ষেপে খেলাটি বন্ধ হয়ে যায়। তবে এই অভিযোগকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে ছাত্রদল।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে কলেজের বায়তুল আমান অনার্স শাখা মাঠে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর–৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব।
প্রথমার্ধের ৪৫ মিনিট স্বাভাবিক খেলা হলেও বিরতির পর দুই দলের খেলোয়াড় আর মাঠে নামেননি। ছাত্রশিবিরের অভিযোগ—বিরতির সময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে এসে খেলোয়াড়দের হুমকি দেন এবং খেলা বন্ধে চাপ সৃষ্টি করেন। নিরাপত্তা ঝুঁকির কারণে খেলোয়াড়রা মাঠে না ফেরায় ম্যাচটি পণ্ড হয়ে যায়।
রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফাহিম বিশ্বাস বলেন, “জুলাই শহীদদের স্মরণে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। শুরু থেকেই ছাত্রদল চাপ তৈরি করছিল। তাদের হস্তক্ষেপেই ফাইনাল পণ্ড হয়।”
অন্যদিকে কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খান আহান অভিযোগ অস্বীকার করে বলেন, “বহিরাগত খেলোয়াড় নামানোর তথ্য পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিলাম মাত্র। শিক্ষার্থীরাই স্বেচ্ছায় খেলা বর্জন করেছে। শিবিরের অভিযোগ ভিত্তিহীন।”
শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আকমাল হোসাইন বলেন, “এ আয়োজন স্বাভাবিকভাবে গ্রহণ না করায় এমন পরিস্থিতি হয়েছে। আমরা ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছিলাম।”
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, “ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে শিবির নিজেরাই নাটক সাজিয়েছে। তাদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”




















