রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সুস্থ হয়ে উঠেছেন। সোমবার (১ ডিসেম্বর) বেলা ২টায় হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসা গ্রহণ শেষে হাসপাতাল ত্যাগের সময় তিনি গেটেই উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ডা. তাহের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ বহু মানুষ দোয়া করেন।




















