ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানাজা: বিএনপি নেতা মঞ্জুর এলাহী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেছেন, “বেগম খালেদা জিয়ার জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার রেকর্ডও ছাপিয়ে যাবে।” রবিবার (৩০ নভেম্বর) বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মঞ্জুর এলাহী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায়। কিন্তু বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে যে স্থানে আছেন, প্রয়োজনে তার জানাজা সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, “একসময় শেখ হাসিনাকে দেশ ছাড়তে বলা হলে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই দেশের মাটিতেই থেকেছেন, জনগণের সঙ্গে থেকেছেন।”

বক্তৃতার একপর্যায়ে তিনি আরও মন্তব্য করেন, “খালেদা জিয়া গণতন্ত্রের মা, আর হাসিনা ফ্যাসিস্টের মা।”

জেলা বিএনপির এই নেতা বলেন, বিএনপি বা দলের নেতাকর্মীরা এ মুহূর্তে কোনোভাবেই বেগম জিয়ার অনুপস্থিতি কামনা করছে না। তবে বাস্তবতা হলো—তিনি দেশের জনগণের হৃদয়ে যে ভালোবাসা অর্জন করেছেন, প্রয়োজনে তার জানাজা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম হয়ে দাঁড়াবে।

দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বাবরি মসজিদ তহবিল: হুমায়ুনের বাড়িতে ১১ ট্রাঙ্ক ভর্তি টাকা, অনলাইনে ৯৩ লাখ

জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানাজা: বিএনপি নেতা মঞ্জুর এলাহী

আপডেট সময় ০৩:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেছেন, “বেগম খালেদা জিয়ার জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার রেকর্ডও ছাপিয়ে যাবে।” রবিবার (৩০ নভেম্বর) বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মঞ্জুর এলাহী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায়। কিন্তু বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে যে স্থানে আছেন, প্রয়োজনে তার জানাজা সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, “একসময় শেখ হাসিনাকে দেশ ছাড়তে বলা হলে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই দেশের মাটিতেই থেকেছেন, জনগণের সঙ্গে থেকেছেন।”

বক্তৃতার একপর্যায়ে তিনি আরও মন্তব্য করেন, “খালেদা জিয়া গণতন্ত্রের মা, আর হাসিনা ফ্যাসিস্টের মা।”

জেলা বিএনপির এই নেতা বলেন, বিএনপি বা দলের নেতাকর্মীরা এ মুহূর্তে কোনোভাবেই বেগম জিয়ার অনুপস্থিতি কামনা করছে না। তবে বাস্তবতা হলো—তিনি দেশের জনগণের হৃদয়ে যে ভালোবাসা অর্জন করেছেন, প্রয়োজনে তার জানাজা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম হয়ে দাঁড়াবে।

দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।