ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন পাঁচ সদস্যের বিদেশি চিকিৎসক দল। সোমবার (১ ডিসেম্বর) তারা হাসপাতালে আসেন।

এর আগে, দুপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বলেন, “খালেদা জিয়া খুবই ডিপ কন্ডিশনে আছেন। এটাকে ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলেই ধরা যেতে পারে। ব্যাখ্যা দিতে চাই না।”

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশান এলাকার বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

জনপ্রিয় সংবাদ

শাজাহান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারায় যুবদল নেতা

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক

আপডেট সময় ০৬:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন পাঁচ সদস্যের বিদেশি চিকিৎসক দল। সোমবার (১ ডিসেম্বর) তারা হাসপাতালে আসেন।

এর আগে, দুপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বলেন, “খালেদা জিয়া খুবই ডিপ কন্ডিশনে আছেন। এটাকে ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলেই ধরা যেতে পারে। ব্যাখ্যা দিতে চাই না।”

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশান এলাকার বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।