ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত গণতান্ত্রিক দল নয়, তবে তাদের অনেক ভালো কাজ রয়েছে’ — নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত শোকরানা ও দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী সম্পর্কে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানে তিনি বলেন, “জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল নয়, তারা একটি রেভল্যুশনারি দল; কিন্তু তাদের অনেক ভালো কাজ রয়েছে।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম বনাম অ্যান্টি-ইসলাম’ নামে একটি বিভাজনমূলক রাজনীতি চলছে। তিনি বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি পছন্দ করে না।

খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করে তিনি বিএনপি ও জামায়াতকে একই অবস্থানে দাঁড়ানোর আহ্বান জানান। তার ভাষায়, “শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জাতীয় পার্টির বিষয়ে জামায়াত ও বিএনপিকেও একই অবস্থান নিতে হবে—কুসুম কুসুম প্রেম চলবে না।”

দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক দল হলেও এখনো সংস্কারের পথে আসেনি। অপরদিকে জামায়াত গণতান্ত্রিক দল না হলেও ‘ভালো কাজের’ দিক থেকে তাদের উল্লেখ করেন তিনি।

এনসিপির মনোনয়ন নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউই দলীয় মনোনয়ন পাবে না।

আরব আমিরাতে কারাবন্দী প্রবাসীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়ায় আইনজীবী ড. আসিফ নজরুলের প্রশংসা করেন নাসীরুদ্দীন। তিনি বলেন, “আসিফ নজরুল স্যারের সমালোচনা করেছি ঠিকই, কিন্তু প্রবাসীদের ফেরানোর উদ্যোগ নেওয়ায় সব সমালোচনা তুলে নিলাম।”

তিনি আরও বলেন, প্রবাসী বন্দিদের দেশে ফেরানো যেন জাতীয়ভাবে ‘উদ্‌যাপনযোগ্য’ একটি ঘটনা হিসেবে গ্রহণ করা হয়—এ উদ্যোগ সরকারকেই নিতে হবে। একই সঙ্গে প্রবাসী কারাবন্দীদের পরিবারের দায়িত্বও সরকারের নেওয়া উচিত বলে মত দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

শাজাহান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারায় যুবদল নেতা

জামায়াত গণতান্ত্রিক দল নয়, তবে তাদের অনেক ভালো কাজ রয়েছে’ — নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০১:১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত শোকরানা ও দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী সম্পর্কে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানে তিনি বলেন, “জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল নয়, তারা একটি রেভল্যুশনারি দল; কিন্তু তাদের অনেক ভালো কাজ রয়েছে।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম বনাম অ্যান্টি-ইসলাম’ নামে একটি বিভাজনমূলক রাজনীতি চলছে। তিনি বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি পছন্দ করে না।

খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করে তিনি বিএনপি ও জামায়াতকে একই অবস্থানে দাঁড়ানোর আহ্বান জানান। তার ভাষায়, “শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জাতীয় পার্টির বিষয়ে জামায়াত ও বিএনপিকেও একই অবস্থান নিতে হবে—কুসুম কুসুম প্রেম চলবে না।”

দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক দল হলেও এখনো সংস্কারের পথে আসেনি। অপরদিকে জামায়াত গণতান্ত্রিক দল না হলেও ‘ভালো কাজের’ দিক থেকে তাদের উল্লেখ করেন তিনি।

এনসিপির মনোনয়ন নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউই দলীয় মনোনয়ন পাবে না।

আরব আমিরাতে কারাবন্দী প্রবাসীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়ায় আইনজীবী ড. আসিফ নজরুলের প্রশংসা করেন নাসীরুদ্দীন। তিনি বলেন, “আসিফ নজরুল স্যারের সমালোচনা করেছি ঠিকই, কিন্তু প্রবাসীদের ফেরানোর উদ্যোগ নেওয়ায় সব সমালোচনা তুলে নিলাম।”

তিনি আরও বলেন, প্রবাসী বন্দিদের দেশে ফেরানো যেন জাতীয়ভাবে ‘উদ্‌যাপনযোগ্য’ একটি ঘটনা হিসেবে গ্রহণ করা হয়—এ উদ্যোগ সরকারকেই নিতে হবে। একই সঙ্গে প্রবাসী কারাবন্দীদের পরিবারের দায়িত্বও সরকারের নেওয়া উচিত বলে মত দেন তিনি।