হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান। এ জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে নোমান বলেছেন, তাঁর শিক্ষক মাওলানা মুখলিছুর রহমান ‘খালিদ বিন ওয়ালিদের উদাহরণ’ সৃষ্টি করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়ালী উল্লাহ নোমান জানান, শায়েস্তাগঞ্জ আলিয়া মাদ্রাসায় পড়াকালীন এই মাওলানাই ছিলেন তাঁর সরাসরি শিক্ষক। দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর সংগঠন গড়ে তোলায় মুখলিছুর রহমানের অবদানও তুলে ধরেন তিনি।
নোমান জানান, দলীয় সিদ্ধান্তে তাঁকে এই আসনের মনোনয়ন দেওয়া হলেও তিনি শুরুতেই কেন্দ্রে জানিয়েছিলেন যে বর্তমান মাঠপর্যায়ে সক্রিয় ব্যক্তি তাঁর শিক্ষক। এতে শিক্ষক মনে কষ্ট পেলে সেটি তাঁর জন্য অকল্যাণকর হতে পারে বলে উদ্বেগও প্রকাশ করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে প্রার্থী করার সিদ্ধান্তই চূড়ান্ত করে।
মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানে তাঁর শিক্ষক যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, তা নোমানের ভাষায় ‘বাংলাদেশের রাজনীতিতে বিরল’। শিক্ষক বলেছিলেন—ছাত্র মনোনীত হওয়ায় তিনি গর্বিত। নোমান বলেন, এতে তাঁর দায়িত্ব আরও বেড়ে গেছে।
নোমান খালিদ বিন ওয়ালিদের উদাহরণ টেনে বলেন, যেমনভাবে নেতৃত্ব ছাড়লেও যুদ্ধক্ষেত্র ত্যাগ করেননি, তেমনি তাঁর শিক্ষকও দায়িত্ব ছেড়ে দিয়েও সর্বোচ্চ সময় দিয়ে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, তিনি সামনে রেখে পেছন থেকে কাজ করতে চান এবং শিক্ষক নির্দেশনা দেবেন, তিনি তা অনুসরণ করবেন। শিক্ষককে দোয়া করে নোমান বলেন, সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পথে থাকার জন্য আল্লাহ যেন তাওফিক দেন এবং মানুষের কল্যাণে বাকি জীবন ব্যয় করতে চান।






















