ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের নতুন এমপি প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর নতুন এমপি প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক এবং বিচার বিভাগ নাড়িয়ে দেওয়া এক কেলেঙ্কারি ফাঁসকারী হিসেবে পরিচিত সাংবাদিক অলিউল্লাহ নোমান। সোমবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এ আসনে দলটির প্রার্থী ছিলেন জেলা জামায়াতের আমির। সভাটি পরিচালনা করেন জেলা আমির কাজী মাওলানা মখলিছুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

আমার দেশ পত্রিকায় বিচার বিভাগের সেই বহুল আলোচিত রিপোর্ট প্রকাশের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট বিচারক ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন। পরে অলিউল্লাহ নোমান ব্রিটেনে চলে যান। নতুন করে জামায়াতের প্রার্থীতা ঘোষণার পর সোমবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি লেখেন যে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তিনি শুভানুধ্যায়ী সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন। তিনি জানান, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন বাংলাদেশ গঠন এবং মাধবপুর–চুনারুঘাট অঞ্চলের আধুনিকায়নই তাঁর প্রধান লক্ষ্য হবে।

তিনি প্রতিশ্রুতি দেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে এবং ন্যায়, ইনসাফ ও সামাজিক ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গড়াই হবে তাঁর উদ্দেশ্য। তিনি বলেন, যদি তিনি নির্বাচিত হন, সংসদ সদস্যদের জন্য বিদ্যমান বৈষম্যমূলক সুবিধা তিনি গ্রহণ করবেন না। সাধারণ নাগরিকের মতোই চলাফেরা করবেন এবং রাষ্ট্রের শুল্কের টাকায় বিনা শুল্কে গাড়ি নেওয়া থেকে বিরত থাকবেন। তিনি আরও জানান, সাধারণ নাগরিক ভূমিহীন থাকলেও এমপিদের বরাদ্দ দেওয়া ঢাকার জমি তিনি চান না—এটাকে তিনি জনগণের সঙ্গে উপহাস হিসেবে দেখেন। নির্বাচিত হলে তাঁর এলাকার জন্য সরকার যে বরাদ্দ দেবে তা প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হবে, যাতে সবাই জানতে পারেন কোন খাতে কত টাকা এসেছে এবং জনপরামর্শ নিয়েই তা ব্যবহার করা হবে।

জনপ্রিয় সংবাদ

হাদির ওপর হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, ছাড় দেয়া হবে না: বিএনপি প্রার্থী

হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের নতুন এমপি প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান

আপডেট সময় ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

হবিগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর নতুন এমপি প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক এবং বিচার বিভাগ নাড়িয়ে দেওয়া এক কেলেঙ্কারি ফাঁসকারী হিসেবে পরিচিত সাংবাদিক অলিউল্লাহ নোমান। সোমবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এ আসনে দলটির প্রার্থী ছিলেন জেলা জামায়াতের আমির। সভাটি পরিচালনা করেন জেলা আমির কাজী মাওলানা মখলিছুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

আমার দেশ পত্রিকায় বিচার বিভাগের সেই বহুল আলোচিত রিপোর্ট প্রকাশের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট বিচারক ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন। পরে অলিউল্লাহ নোমান ব্রিটেনে চলে যান। নতুন করে জামায়াতের প্রার্থীতা ঘোষণার পর সোমবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি লেখেন যে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তিনি শুভানুধ্যায়ী সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন। তিনি জানান, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন বাংলাদেশ গঠন এবং মাধবপুর–চুনারুঘাট অঞ্চলের আধুনিকায়নই তাঁর প্রধান লক্ষ্য হবে।

তিনি প্রতিশ্রুতি দেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে এবং ন্যায়, ইনসাফ ও সামাজিক ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গড়াই হবে তাঁর উদ্দেশ্য। তিনি বলেন, যদি তিনি নির্বাচিত হন, সংসদ সদস্যদের জন্য বিদ্যমান বৈষম্যমূলক সুবিধা তিনি গ্রহণ করবেন না। সাধারণ নাগরিকের মতোই চলাফেরা করবেন এবং রাষ্ট্রের শুল্কের টাকায় বিনা শুল্কে গাড়ি নেওয়া থেকে বিরত থাকবেন। তিনি আরও জানান, সাধারণ নাগরিক ভূমিহীন থাকলেও এমপিদের বরাদ্দ দেওয়া ঢাকার জমি তিনি চান না—এটাকে তিনি জনগণের সঙ্গে উপহাস হিসেবে দেখেন। নির্বাচিত হলে তাঁর এলাকার জন্য সরকার যে বরাদ্দ দেবে তা প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হবে, যাতে সবাই জানতে পারেন কোন খাতে কত টাকা এসেছে এবং জনপরামর্শ নিয়েই তা ব্যবহার করা হবে।