ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে বিএনপি নেতার নাম ভাঙিয়ে ওসির কাছে চাঁদা দাবি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে মোবাইল ফোনে ওসিসহ একাধিক ব্যক্তির নিকট চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রাকিব উদ্দিন সরকার পাপ্পু থানায় জিডি করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে টঙ্গী পশ্চিম থানায় তিনি এ বিষয়ে জিডি করেন।

জিডিতে বলা হয়, ০১৮৫১৫২৯২২৪ নম্বর মোবাইল থেকে পাপ্পু সরকারের পরিচয়ে জনৈক ব্যক্তি বেশ কয়েকজনের নিকট ফোন করে চাঁদা দাবি করেন।

জানা যায়, কারাগার থেকে আসামি বের করার জন্য টাকা চেয়ে এই চাঁদা দাবি করা হয়। যাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে তাদের মধ্যে টঙ্গী থানার সাবেক এক ওসি, ঢাকার বিএনপি নেতা ও পাপ্পু সরকারের নিকটাত্মীয় রয়েছেন। এই খবর জানার পর তিনি থানায় জিডি করেন।

পাপ্পু সরকার বলেন, একটি অসাধু চক্র ইতিপূর্বে ষড়যন্ত্র করে বিভিন্ন মিল কারখানায় চাঁদা দাবি করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে। বিএনপি আমাকে বহিষ্কার করে তদন্ত করার পর নির্দোষ পেয়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে।

তিনি অভিযোগ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষের মনোনয়ন চেয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমি অবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করছি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ বলেন, এ বিষয়ে জিডি হয়েছে। আমরা জিডিতে উল্লিখিত মোবাইলটির লোকেশন শরীয়তপুরে পাচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ইতিমধ্যে বিএনপি গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-৬ ও গাজীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত রাখে। এ ছাড়াও গাজীপুর-৬ আসন নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন।

এই অবস্থায় গাজীপুর-৬ আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন চেয়ে প্রচারণায় আছেন বিএনপির ৭ নেতা।

 

 

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

টঙ্গীতে বিএনপি নেতার নাম ভাঙিয়ে ওসির কাছে চাঁদা দাবি

আপডেট সময় ১২:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে মোবাইল ফোনে ওসিসহ একাধিক ব্যক্তির নিকট চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রাকিব উদ্দিন সরকার পাপ্পু থানায় জিডি করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে টঙ্গী পশ্চিম থানায় তিনি এ বিষয়ে জিডি করেন।

জিডিতে বলা হয়, ০১৮৫১৫২৯২২৪ নম্বর মোবাইল থেকে পাপ্পু সরকারের পরিচয়ে জনৈক ব্যক্তি বেশ কয়েকজনের নিকট ফোন করে চাঁদা দাবি করেন।

জানা যায়, কারাগার থেকে আসামি বের করার জন্য টাকা চেয়ে এই চাঁদা দাবি করা হয়। যাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে তাদের মধ্যে টঙ্গী থানার সাবেক এক ওসি, ঢাকার বিএনপি নেতা ও পাপ্পু সরকারের নিকটাত্মীয় রয়েছেন। এই খবর জানার পর তিনি থানায় জিডি করেন।

পাপ্পু সরকার বলেন, একটি অসাধু চক্র ইতিপূর্বে ষড়যন্ত্র করে বিভিন্ন মিল কারখানায় চাঁদা দাবি করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে। বিএনপি আমাকে বহিষ্কার করে তদন্ত করার পর নির্দোষ পেয়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে।

তিনি অভিযোগ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষের মনোনয়ন চেয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমি অবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করছি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ বলেন, এ বিষয়ে জিডি হয়েছে। আমরা জিডিতে উল্লিখিত মোবাইলটির লোকেশন শরীয়তপুরে পাচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ইতিমধ্যে বিএনপি গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-৬ ও গাজীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত রাখে। এ ছাড়াও গাজীপুর-৬ আসন নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন।

এই অবস্থায় গাজীপুর-৬ আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন চেয়ে প্রচারণায় আছেন বিএনপির ৭ নেতা।