ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেউ পাথর মারলে ফুল দেব: হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ পাথর মারলেও তারা ভালোবাসা দিয়েই জবাব দেবেন। কেউ গালি দিলে সালাম দেবেন, সমালোচনা করলে হাসিমুখে গ্রহণ করবেন—বাকিটা আল্লাহর হাতে। দলীয় বিভেদ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা বিভেদে যাবেন না।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নে এনসিপির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “কেউ গুলি করলে গুলি খাব, কিন্তু কর্মীকে রেখে পালাইয়া যামু না। গত ১৭ বছর রাস্তায় কে ছিল, আর কে ছিল না—সবই আমরা দেখেছি।” মানুষের মুখে তাঁর ভোট নিয়ে কটাক্ষের কথা শোনার প্রসঙ্গে তিনি বলেন, “৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের সন্তান—বড় বংশ নাই, টাকা নাই, বিদেশে পড়াশোনা করি নাই; আপনাদের মধ্য থেকেই উঠে এসেছি।”

তিনি আরও বলেন, যারা নির্বাচন আসলে অভিনয় করে ফটোসেশন করেন—তাদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড নজরে রাখতে হবে। ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কে ছিল, আর কে শুধু বড় কথা বলে—মানুষই সব দেখেছে। অনেককে আমরা রাস্তায় দেখেছি, আবার অনেকেই ছিল না।”

এদিন তিনি জুলাই মাসে নিহত শহীদ কাদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে তাঁর মা ও স্বজনদের খোঁজখবর নেন।

কর্মসূচির অংশ হিসেবে খাদঘর, সূর্যপুর, সাহাড়পাড়, ফুলতলি, নূয়াগাঁও, সাইতলা বাজার, বরাট স্ট্যান্ড, ডাণী, খিড়াইকান্দি, বক্রিকান্দি, কূরছাপ, আতাপুর ও সূরপুর এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

কৃষি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটর চাপা দিয়ে কৃষককে হত্যা

কেউ পাথর মারলে ফুল দেব: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৮:৫৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ পাথর মারলেও তারা ভালোবাসা দিয়েই জবাব দেবেন। কেউ গালি দিলে সালাম দেবেন, সমালোচনা করলে হাসিমুখে গ্রহণ করবেন—বাকিটা আল্লাহর হাতে। দলীয় বিভেদ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা বিভেদে যাবেন না।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নে এনসিপির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “কেউ গুলি করলে গুলি খাব, কিন্তু কর্মীকে রেখে পালাইয়া যামু না। গত ১৭ বছর রাস্তায় কে ছিল, আর কে ছিল না—সবই আমরা দেখেছি।” মানুষের মুখে তাঁর ভোট নিয়ে কটাক্ষের কথা শোনার প্রসঙ্গে তিনি বলেন, “৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের সন্তান—বড় বংশ নাই, টাকা নাই, বিদেশে পড়াশোনা করি নাই; আপনাদের মধ্য থেকেই উঠে এসেছি।”

তিনি আরও বলেন, যারা নির্বাচন আসলে অভিনয় করে ফটোসেশন করেন—তাদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড নজরে রাখতে হবে। ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কে ছিল, আর কে শুধু বড় কথা বলে—মানুষই সব দেখেছে। অনেককে আমরা রাস্তায় দেখেছি, আবার অনেকেই ছিল না।”

এদিন তিনি জুলাই মাসে নিহত শহীদ কাদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে তাঁর মা ও স্বজনদের খোঁজখবর নেন।

কর্মসূচির অংশ হিসেবে খাদঘর, সূর্যপুর, সাহাড়পাড়, ফুলতলি, নূয়াগাঁও, সাইতলা বাজার, বরাট স্ট্যান্ড, ডাণী, খিড়াইকান্দি, বক্রিকান্দি, কূরছাপ, আতাপুর ও সূরপুর এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।