ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার নির্দেশেই আমার বাবাকে হত্যা করা হয়েছে: ড. রেজা কিবরিয়া

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেছেন, গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ জাগে—এই হত্যাকাণ্ড তাঁর নির্দেশেই ঘটতে পারে।

বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাসভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

২০০৫ সালের গ্রেনেড হামলায় নিহত শাহ এ এম এস কিবরিয়ার প্রসঙ্গ টেনে ড. রেজা কিবরিয়া বলেন, “বিচারের নামে প্রহসন হয়েছে। প্রকৃত হত্যাকারীদের আড়াল করে রাখা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা–তদন্তকে বারবার ঘোলা করা হয়েছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন পরিচালনার সামর্থ্য হারিয়েছে। “ভোটকেন্দ্রে নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ভোটবাক্স সুরক্ষার মতো মৌলিক সক্ষমতা তাদের নেই। ফলে আগাম নির্বাচন নিয়েও জনগণের মধ্যে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।”

দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

হাসিনার নির্দেশেই আমার বাবাকে হত্যা করা হয়েছে: ড. রেজা কিবরিয়া

আপডেট সময় ০৪:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেছেন, গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ জাগে—এই হত্যাকাণ্ড তাঁর নির্দেশেই ঘটতে পারে।

বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাসভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

২০০৫ সালের গ্রেনেড হামলায় নিহত শাহ এ এম এস কিবরিয়ার প্রসঙ্গ টেনে ড. রেজা কিবরিয়া বলেন, “বিচারের নামে প্রহসন হয়েছে। প্রকৃত হত্যাকারীদের আড়াল করে রাখা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা–তদন্তকে বারবার ঘোলা করা হয়েছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন পরিচালনার সামর্থ্য হারিয়েছে। “ভোটকেন্দ্রে নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ভোটবাক্স সুরক্ষার মতো মৌলিক সক্ষমতা তাদের নেই। ফলে আগাম নির্বাচন নিয়েও জনগণের মধ্যে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।”

দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।