জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা না রেখে ‘অবৈধ কামাইয়ে ব্যস্ত থাকার’ অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
বুধবার (৩ ডিসেম্বর) বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার চত্বরে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।
তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্বই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের যে ধারা তৈরি হয়েছে, তা জাতীয় নির্বাচনেও বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণদের বেকারত্ব দূরীকরণ ও সমৃদ্ধশালী কল্যাণরাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে ইফসুর সেক্রেটারি জেনারেল ও বগুড়া–৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, বাংলাদেশে সম্পদের অভাব নেই, বরং অভাব সৎ ও যোগ্য নেতৃত্বের। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে পারলে অল্প সময়েই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে।
এ ছাড়া অনুষ্ঠানে ক্যারিয়ার গঠন, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং ইতিবাচক নেতৃত্ব বিকাশ নিয়ে নবীন শিক্ষার্থীদের জন্য নানা পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে শিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


























