ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একমঞ্চে বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলন-জাতীয় পার্টি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হলো এক অনন্য ও নজিরবিহীন দোয়া-মোনাজাত। বিরোধপূর্ণ রাজনৈতিক পরিবেশের মাঝেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একই মঞ্চে উপস্থিতি স্থানীয়ভাবে সৃষ্টি করেছে ব্যাপক ইতিবাচক সাড়া।

বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাতক্ষীরা–৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের উদ্যোগে এবং উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ঈদগাহ মাঠকে জনসমুদ্রে পরিণত করে।

দোয়ায় অংশ নেন সাতক্ষীরা–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান, জামায়াত মনোনীত গাজী নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন মনোনীত মোস্তফা আল মামুন (হাজী মনির), জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান ও ইসলামী আন্দোলন শ্যামনগর পৌর শাখার সভাপতি হাফেজ মনিরুল ইসলাম প্রমুখ।

জামায়াত ইসলামি বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম বলেন, “রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু মানবিকতার প্রশ্নে আমরা এক। বেগম খালেদা জিয়া জাতির জন্য বহু অবদান রেখেছেন। তার সুস্থতা কামনায় দোয়ায় অংশ নিতে পেরে আমরা গর্বিত।”

ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুন (হাজী মনির) বলেন, “অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের শিক্ষা। মানবিকতার টানে আমরা আজ রাজনৈতিক সীমারেখা অতিক্রম করেছি। আল্লাহ দেশনেত্রীকে দ্রুত আরোগ্য দান করুন।”

বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এখন জাতীয় মানবিক বিষয়। আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্প্রীতির বার্তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্ববহ দৃষ্টান্ত হয়ে থাকবে।”

দোয়া পরিচালনা করেন শ্যামনগর উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক। আবেগঘন পরিবেশে সর্বস্তরের মানুষ হাত তুলে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রার্থনা করেন।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একমঞ্চে বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলন-জাতীয় পার্টি

আপডেট সময় ১০:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হলো এক অনন্য ও নজিরবিহীন দোয়া-মোনাজাত। বিরোধপূর্ণ রাজনৈতিক পরিবেশের মাঝেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একই মঞ্চে উপস্থিতি স্থানীয়ভাবে সৃষ্টি করেছে ব্যাপক ইতিবাচক সাড়া।

বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাতক্ষীরা–৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের উদ্যোগে এবং উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ঈদগাহ মাঠকে জনসমুদ্রে পরিণত করে।

দোয়ায় অংশ নেন সাতক্ষীরা–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান, জামায়াত মনোনীত গাজী নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন মনোনীত মোস্তফা আল মামুন (হাজী মনির), জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান ও ইসলামী আন্দোলন শ্যামনগর পৌর শাখার সভাপতি হাফেজ মনিরুল ইসলাম প্রমুখ।

জামায়াত ইসলামি বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম বলেন, “রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু মানবিকতার প্রশ্নে আমরা এক। বেগম খালেদা জিয়া জাতির জন্য বহু অবদান রেখেছেন। তার সুস্থতা কামনায় দোয়ায় অংশ নিতে পেরে আমরা গর্বিত।”

ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুন (হাজী মনির) বলেন, “অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের শিক্ষা। মানবিকতার টানে আমরা আজ রাজনৈতিক সীমারেখা অতিক্রম করেছি। আল্লাহ দেশনেত্রীকে দ্রুত আরোগ্য দান করুন।”

বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এখন জাতীয় মানবিক বিষয়। আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্প্রীতির বার্তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্ববহ দৃষ্টান্ত হয়ে থাকবে।”

দোয়া পরিচালনা করেন শ্যামনগর উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক। আবেগঘন পরিবেশে সর্বস্তরের মানুষ হাত তুলে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রার্থনা করেন।