ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা-আপনারা যেন মিলেঝিলে চলতে পারি: আ.লীগের উদ্দেশে বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

 

‘আপনাদের মার্কাটা নাই, ভোট তো দেওয়া লাগবে! আল্লাহ্ যদি তাওফিক দেয় রাষ্ট্রক্ষমতায় কারা যাবো? জামায়াত তো যাবে না, বিএনপি যাবে। তাইলে ভোটটা নষ্ট করার দরকার আছে? বিএনপির সঙ্গে শত্রুতা করে লাভ আছে? আমরা-আপনারা যেন পরবর্তী সময়ে মিলেঝিলে চলতে পারি।’ জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির নেতা হারুন অর রশিদ খানের এ বক্তব্য ভাইরাল হয়েছে।

জামালপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হারুন অর রশিদ খান জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য। তিনি ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, ‘আমার এই কথাগুলো আপনারা যারা আওয়ামী লীগ ছিলেন বা আওয়ামী লীগের সমর্থন করেন, দয়া করে সবাইকে অনুরোধ করেন আমাদের জন্য।’

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন। তাকে উদ্দেশ্য করে হারুন অর রশিদ খান বলেন, ‘আপনিই ভালো জানেন এই গ্রামের মধ্যে কারা কারা আওয়ামী লীগের সমর্থক, কারা কারা আওয়ামী লীগকে ভোট দেয়, কারা কারা আওয়ামী লীগের পক্ষ নেয়। কাজেই আপনার উপরেই দায়িত্ব থাকল। আপনি সেই লোকগুলোর কাছে যাবেন, তাদেরকে অনুরোধ করবেন, সেই লোকগুলো যেন বিপথে বা অন্য কোনো দিকে না যায়।’

বক্তব্যের শেষদিকে জোর গলায় তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ জামায়াত।’

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান।

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

আমরা-আপনারা যেন মিলেঝিলে চলতে পারি: আ.লীগের উদ্দেশে বিএনপি নেতা

আপডেট সময় ১০:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

 

‘আপনাদের মার্কাটা নাই, ভোট তো দেওয়া লাগবে! আল্লাহ্ যদি তাওফিক দেয় রাষ্ট্রক্ষমতায় কারা যাবো? জামায়াত তো যাবে না, বিএনপি যাবে। তাইলে ভোটটা নষ্ট করার দরকার আছে? বিএনপির সঙ্গে শত্রুতা করে লাভ আছে? আমরা-আপনারা যেন পরবর্তী সময়ে মিলেঝিলে চলতে পারি।’ জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির নেতা হারুন অর রশিদ খানের এ বক্তব্য ভাইরাল হয়েছে।

জামালপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হারুন অর রশিদ খান জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য। তিনি ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, ‘আমার এই কথাগুলো আপনারা যারা আওয়ামী লীগ ছিলেন বা আওয়ামী লীগের সমর্থন করেন, দয়া করে সবাইকে অনুরোধ করেন আমাদের জন্য।’

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন। তাকে উদ্দেশ্য করে হারুন অর রশিদ খান বলেন, ‘আপনিই ভালো জানেন এই গ্রামের মধ্যে কারা কারা আওয়ামী লীগের সমর্থক, কারা কারা আওয়ামী লীগকে ভোট দেয়, কারা কারা আওয়ামী লীগের পক্ষ নেয়। কাজেই আপনার উপরেই দায়িত্ব থাকল। আপনি সেই লোকগুলোর কাছে যাবেন, তাদেরকে অনুরোধ করবেন, সেই লোকগুলো যেন বিপথে বা অন্য কোনো দিকে না যায়।’

বক্তব্যের শেষদিকে জোর গলায় তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ জামায়াত।’

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান।