টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজন করা দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের বিরুদ্ধে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সলিমাবাদ ইউনিয়নে ঘটে এই ঘটনা, যা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকালে দোয়া মাহফিল আয়োজন করা হয়। কিন্তু দোয়া শুরুর আগেই প্রার্থী লাভলুর কয়েকজন সমর্থক এসে হট্টগোল শুরু করেন। দোয়া মাহফিলের ব্যানারে পৃষ্ঠপোষক হিসেবে স্থানীয় শিল্পপতি তুহিনের নাম থাকলেও লাভলুর নাম না থাকায় তারা অনুষ্ঠান বন্ধের দাবি তোলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে লাভলুর সমর্থকরা ইউনিয়ন বিএনপির কার্যালয় খালি করে দিতে নেতাকর্মীদের ওপর চাপ প্রয়োগ করেন। বাধার মুখে শেষ পর্যন্ত দোয়া মাহফিল আর অনুষ্ঠিত হয়নি।
নেতাকর্মীদের অভিযোগ, সারাদেশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন হলেও নাগরপুরে দলীয় কোন্দল এর অগ্রগতি বাধাগ্রস্ত করছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই বিএনপির স্থানীয় নেতৃত্ব বিভক্ত হয়ে পড়েছে বলে তারা মনে করেন।
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পল বলেন, “দলীয় প্রধান গুরুতর অসুস্থ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা দোয়ার আয়োজন করি। কিন্তু প্রার্থীর সমর্থকদের হট্টগোলে দোয়া করা সম্ভব হয়নি।”
অপরদিকে বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলু বলেন, “ব্যানারে তুহিনের নাম থাকায় আমার কর্মীরা আপত্তি তুলতে পারে। কারণ তুহিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ। বিএনপির মনোনীত প্রার্থীর নাম বাদ দিয়ে তার নাম রাখায় সমর্থকরা স্বাভাবিকভাবেই প্রতিবাদ জানিয়েছে।”


























