ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কর্মসূচিতে মারধর, মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর উপজেলায় বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মারধরের ঘটনায় উপজেলা মহিলা দলের বিলুপ্ত কমিটির দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাতে চাটমোহর পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দু’জন হলেন—চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি বুড়ি সরকার (৪২) এবং বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক রহিমা রেজা (৪৫)।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, পাবনার আমলী আদালত-০৪ এর সিআর ৫১৩/২৫ (চাট) মামলায় তারা পলাতক ছিলেন। আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে চাটমোহর পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির একটি কর্মসূচিতে যোগ দিতে গেলে জেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণার ওপর পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আহত হয়ে তিনি ছিনতাই ও হত্যাচেষ্টা অভিযোগে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর মাদককারবার ও সেবনের অভিযোগে রহিমা রেজাকে উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। সে সময় বিষয়টি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কর্মসূচিতে মারধর, মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

পাবনার চাটমোহর উপজেলায় বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মারধরের ঘটনায় উপজেলা মহিলা দলের বিলুপ্ত কমিটির দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাতে চাটমোহর পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দু’জন হলেন—চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি বুড়ি সরকার (৪২) এবং বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক রহিমা রেজা (৪৫)।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, পাবনার আমলী আদালত-০৪ এর সিআর ৫১৩/২৫ (চাট) মামলায় তারা পলাতক ছিলেন। আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে চাটমোহর পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির একটি কর্মসূচিতে যোগ দিতে গেলে জেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণার ওপর পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আহত হয়ে তিনি ছিনতাই ও হত্যাচেষ্টা অভিযোগে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর মাদককারবার ও সেবনের অভিযোগে রহিমা রেজাকে উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। সে সময় বিষয়টি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।