ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি থেকে কপাল খুলল না স্নিগ্ধের!

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

বহুদিন ধরে বিএনপি থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন পেতে পারেন—এমন গুঞ্জন ছিল মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)কে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্য প্রমাণিত হয়নি। আজ বৃহস্পতিবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনের নতুন প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় ঢাকা-১৮ আসনে প্রার্থী হয়েছেন এসএম জাহাঙ্গীর হোসেন।

দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে স্নিগ্ধকে বেশ সক্রিয় দেখা গেছে। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, স্থানীয় প্রচারণা—সব ক্ষেত্রেই তার উল্লেখযোগ্য উপস্থিতি তাকে ঢাকা-১৮ আসনের সম্ভাব্য মনোনয়নপ্রার্থী হিসেবে আলোচনায় রাখে। আসনটি আগে থেকেই ফাঁকা থাকা তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছিল। তবে আজ প্রকাশিত তালিকায় নাম না থাকায় সব জল্পনা-গুঞ্জনের অবসান হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। বাকি থাকা ৬৩ আসনের মধ্যে আজ ঘোষিত হলো ৩৬ আসনের প্রার্থী।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। তিনি জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপি থেকে কপাল খুলল না স্নিগ্ধের!

আপডেট সময় ০৫:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

বহুদিন ধরে বিএনপি থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন পেতে পারেন—এমন গুঞ্জন ছিল মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)কে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্য প্রমাণিত হয়নি। আজ বৃহস্পতিবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনের নতুন প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় ঢাকা-১৮ আসনে প্রার্থী হয়েছেন এসএম জাহাঙ্গীর হোসেন।

দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে স্নিগ্ধকে বেশ সক্রিয় দেখা গেছে। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, স্থানীয় প্রচারণা—সব ক্ষেত্রেই তার উল্লেখযোগ্য উপস্থিতি তাকে ঢাকা-১৮ আসনের সম্ভাব্য মনোনয়নপ্রার্থী হিসেবে আলোচনায় রাখে। আসনটি আগে থেকেই ফাঁকা থাকা তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছিল। তবে আজ প্রকাশিত তালিকায় নাম না থাকায় সব জল্পনা-গুঞ্জনের অবসান হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। বাকি থাকা ৬৩ আসনের মধ্যে আজ ঘোষিত হলো ৩৬ আসনের প্রার্থী।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। তিনি জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।