চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে নাজমুল মোস্তফা আমিনকে বিএনপির প্রার্থী ঘোষণার প্রতিবাদে মনোনয়ন বঞ্চিত মুজিবুর রহমান মুজিবের পক্ষের নেতাকর্মীরা মশাল মিছিল ও চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে কেরানীহাট এবং ঠাকুরদিঘী স্টেশনে মশাল মিছিল, প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
সাতকানিয়ায় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মুজিবের অনুসারীদের আয়োজিত মশাল মিছিলে অংশ নেন সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল আলম ফরিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খান রাশেদ, মো. ফরহাদ, আবদুস ছবুর, মো. ফয়সাল ও মো. রাশেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
অন্যদিকে লোহাগাড়া–সাতকানিয়া সীমান্তের ঠাকুরদিঘী স্টেশনে কর্মী–সমর্থকেরা টায়ার ও কাঠ জ্বালিয়ে প্রায় ৪৫ মিনিট চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সময়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

























