ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” — বিএনপির এ্যানি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

 

বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু একটি দলের নামের সাথে ‘ইসলামিক’ শব্দ লাগালেই ইসলামিক হয়ে যায় না। কাজের মধ্যে ইসলাম থাকতে হয়, মনের মধ্যে ইসলাম থাকতে হয়, আর নিজের রাজনীতির ভেতরও ইসলাম থাকতে হয়।

শুক্রবার লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজের পরে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে—কবে নির্বাচন হবে, কবে এই অনিশ্চয়তার অবসান হবে। জনগণের এই প্রত্যাশা পূরণ করতে হলে রাজনীতিতে শৃঙ্খলা ও সমঝোতা বজায় রাখা জরুরি। এ্যানি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, আমরা সেই রাজনীতি ধরে রাখতে পারবো।”

এ্যানি উল্লেখ করেন, নির্বাচন নিয়ে মানুষ এখন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। “এত বেশি কথা, এত বেশি চালাকি—এসবের শেষ কোথায়? জনগণ সৎ রাজনীতি চায়, জুলুম নয়, বিভ্রান্তি নয়,” যোগ করেন তিনি।

দোয়া মাহফিল শেষে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।


 

জনপ্রিয় সংবাদ

হত্যাকারীরা ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ ইসলাম

“রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” — বিএনপির এ্যানি

আপডেট সময় ০৬:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

 

বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু একটি দলের নামের সাথে ‘ইসলামিক’ শব্দ লাগালেই ইসলামিক হয়ে যায় না। কাজের মধ্যে ইসলাম থাকতে হয়, মনের মধ্যে ইসলাম থাকতে হয়, আর নিজের রাজনীতির ভেতরও ইসলাম থাকতে হয়।

শুক্রবার লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজের পরে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে—কবে নির্বাচন হবে, কবে এই অনিশ্চয়তার অবসান হবে। জনগণের এই প্রত্যাশা পূরণ করতে হলে রাজনীতিতে শৃঙ্খলা ও সমঝোতা বজায় রাখা জরুরি। এ্যানি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, আমরা সেই রাজনীতি ধরে রাখতে পারবো।”

এ্যানি উল্লেখ করেন, নির্বাচন নিয়ে মানুষ এখন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। “এত বেশি কথা, এত বেশি চালাকি—এসবের শেষ কোথায়? জনগণ সৎ রাজনীতি চায়, জুলুম নয়, বিভ্রান্তি নয়,” যোগ করেন তিনি।

দোয়া মাহফিল শেষে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।