রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি সাবেক প্রধানমন্ত্রী তথা পিটিআই নেতা ইমরান খানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইমরানের বক্তব্য জাতীয় নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে শুক্রবার (৫ ডিসেম্বর) সেনার জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গুন্ডার মতো চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী, আপনি নিজেকে কী মনে করেন? সেনাবিরোধী বক্তব্যের জন্য চরম মূল্য চোকাতে হবে। মনে রাখবেন, নিজেদের সম্মান রাখতে পাকিস্তানের সেনা চরম পদক্ষেপ নিতে এক সেকেন্ড ভাববে না।’
সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। ক্ষমতা হারানোর পরেই একের পর এক মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দিয়েছে শাহবাজ শরিফের সরকার। ২০২৩ সালের অগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি ৭২ বছর বয়সী রাজনেতা। তোশাখানা মামলার পাশাপাশি কূটনৈতিক তারবার্তা ফাঁসের অভিযোগে ১০ বছর এবং আল-কাদির ট্রাস্টের সঙ্গে সম্পর্কিত একটি পৃথক দুর্নীতি মামলায় ১৪ বছর জেলের সাজা ঘোষণা করা হয়েছে।
সপ্তাহে দু’বার করে পরিবারের সদস্যদের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আদিয়ালা জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই পরিবারের সদস্যরা জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়েছেন। সমাজমাধ্যমেও দাবানলের মতো গুজব ছড়িয়েছে, আর বেঁচে নেই সাবেক প্রধানমন্ত্রী। তার মৃত্যুর খবর ধামাচাপা দিতেই পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বোন উজমা খানুমকে বন্দি ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেয় আদিয়ালা জেল কর্তৃপক্ষ। ভাইয়ের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে উজমা অভিযোগ করেছিলেন, সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে জেলের ভিতরে ইমরানের উপরে মানসিক নির্যাতন চালানো হচ্ছে।
পরের দিন বুধবার (৩ ডিসেম্বর) ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে ইমরান লেখেন, ‘আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য বিপর্যয়কর। তার নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, যার ফলে আমি গভীর দুঃখ পেয়েছি। আসিম মুনিরের পাকিস্তানের জাতীয় স্বার্থের প্রতি কোনও উদ্বেগ নেই। তিনি শুধু পশ্চিমা শক্তিগুলোকে খুশি করার জন্য এসব করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা উস্কে দিয়েছিলেন, যাতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাকে একজন তথাকথিত ‘মুজাহিদ’ হিসেবে দেখা হয়।’
সাবেক প্রধানমন্ত্রীর ওই বক্তব্যে রেগে লাল হয়ে যান সেনাপ্রধান আসিম মুনির। এদিন জরুরি সংবাদ সমমেলনে ইমরানকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান সেনার শীর্ষ কর্তা জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘এই হুমকি একজন ভ্রান্ত ব্যক্তির ভ্রান্ত মানসিকতা থেকে উদ্ভূত, যিনি নিজের অহংকারের কাছে বন্দি হয়ে পড়েছেন। তিনি মনে করেন যে, তার ইচ্ছা পাকিস্তান রাষ্ট্রের চেয়ে বড়। তার (ইমরানের) অহংকার, আকাঙ্ক্ষা এবং হতাশা এতটাই বেড়ে গিয়েছে যে, তিনি মনে করেন তাকে ছাড়া পৃথিবী শেষ হয়ে যাবে।’




















