বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রথম এক বছরের মধ্যেই দেড় কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে গণসংযোগ ও পথসভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “শহীদের রক্তের শপথ, বিএনপির শপথ— জনতার রায় নিয়ে আমরা ক্ষমতায় এলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে এবং গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার ও মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে—এটাই বিএনপির প্রতিশ্রুতি।
আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৭ বছর ধরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর দেশবাসী আবার স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন করা হবে।

























