ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমরা ফ্যাসিবাদ, সন্ত্রাস, খুনি ও পাথরখেকোদের বিরুদ্ধে। আমরা সব ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে। এখন এ কাজগুলো যারাই করবে সে যেই দলেরই হোক না কেন আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব।

শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বারের সুজাত আলী সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের সাবেকদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ। এ দেশকে দুর্নীতির মধ্য দিয়ে লুটেপুটে এমনভাবে নষ্ট করা হয়েছে যে বাংলাদেশ যতটুকু সামনের দিকে এগিয়ে যায় তার থেকে বেশি তাকে পিছিয়ে নেওয়া হয়েছে। শুধু গত ১৫ বছর দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।

এ টাকা আমার, আপনার, কৃষকের, দিনমজুরের, খেটে খাওয়া মানুষের। স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে নেতৃত্বের আসনে বসে আমাদের সবকিছু লুটেপুটে নিয়েছে। আজকে তারা বেগমপাড়ায় বিলাসী জীবনযাপন করছে।

শিবিরের সভাপতি বলেন, ৫ আগস্টের আগে বাংলাদেশে এক বিভীষিকাময় পরিবেশ ছিল, মানুষ ন্যায়ের কথাগুলো বলতে পারত না। কোন জায়গায় বৈষম্য হচ্ছে, অন্যায় হচ্ছে, সেটা প্রতিবাদ করার মতো কারো সামর্থ্য ছিল না । যেখানে প্রতিবাদ করা হতো, অন্যায়ের বিপক্ষে কেউ যদি কথা বলত তার ওপর নেমে আসত জুলুমের খড়গ।

তিনি বলেন, জুলাই বিপ্লব হয়েছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, একটি আদর্শের ভিত্তির ওপর দিয়ে রচিত হয়েছে। এ আদর্শের ধারা যদি আমরা বুঝতে পারি তাহলে আগামী দিনের বাংলাদেশ সাবলীলভাবে বিনির্মাণ করা যাবে।

দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রীতি সমাবেশে আরো বক্তব্য দেন কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম খাদেম, গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের প্রার্থী ড. মোবারক হোসাইন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন দেবিদ্বার পৌর জামায়াতের আমির মোহাম্মদ ফেরদাউস আহমেদ।

জনপ্রিয় সংবাদ

প্রস্তুত তারেক রহমানের বাসভবন ও অফিস

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

আপডেট সময় ০৮:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমরা ফ্যাসিবাদ, সন্ত্রাস, খুনি ও পাথরখেকোদের বিরুদ্ধে। আমরা সব ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে। এখন এ কাজগুলো যারাই করবে সে যেই দলেরই হোক না কেন আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব।

শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বারের সুজাত আলী সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের সাবেকদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ। এ দেশকে দুর্নীতির মধ্য দিয়ে লুটেপুটে এমনভাবে নষ্ট করা হয়েছে যে বাংলাদেশ যতটুকু সামনের দিকে এগিয়ে যায় তার থেকে বেশি তাকে পিছিয়ে নেওয়া হয়েছে। শুধু গত ১৫ বছর দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।

এ টাকা আমার, আপনার, কৃষকের, দিনমজুরের, খেটে খাওয়া মানুষের। স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে নেতৃত্বের আসনে বসে আমাদের সবকিছু লুটেপুটে নিয়েছে। আজকে তারা বেগমপাড়ায় বিলাসী জীবনযাপন করছে।

শিবিরের সভাপতি বলেন, ৫ আগস্টের আগে বাংলাদেশে এক বিভীষিকাময় পরিবেশ ছিল, মানুষ ন্যায়ের কথাগুলো বলতে পারত না। কোন জায়গায় বৈষম্য হচ্ছে, অন্যায় হচ্ছে, সেটা প্রতিবাদ করার মতো কারো সামর্থ্য ছিল না । যেখানে প্রতিবাদ করা হতো, অন্যায়ের বিপক্ষে কেউ যদি কথা বলত তার ওপর নেমে আসত জুলুমের খড়গ।

তিনি বলেন, জুলাই বিপ্লব হয়েছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, একটি আদর্শের ভিত্তির ওপর দিয়ে রচিত হয়েছে। এ আদর্শের ধারা যদি আমরা বুঝতে পারি তাহলে আগামী দিনের বাংলাদেশ সাবলীলভাবে বিনির্মাণ করা যাবে।

দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রীতি সমাবেশে আরো বক্তব্য দেন কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম খাদেম, গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের প্রার্থী ড. মোবারক হোসাইন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন দেবিদ্বার পৌর জামায়াতের আমির মোহাম্মদ ফেরদাউস আহমেদ।