ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএনপি-আ.লীগের ১০২ সমর্থকের জামায়াতে যোগদান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বিএনপি-আওয়ামী লীগের ১০২ সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। জেলা জামায়াতের আমির রুহুল আমিন যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করে নেন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের একটি মাদ্রাসায় এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর আমির রুহুল আমিন।

প্রধান অতিথি রুহুল আমিন তার বক্তব্যে বলেন, ‘আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যেতে চাই। দুনিয়ায় শান্তি পাওয়ার জন্যে শান্তিময় দল পাওয়া প্রয়োজন। সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে চাই। ৫ আগস্ট এর পর আমাদের কোনো পরিবর্তন হয়নি। আমরা যে কাজকর্মে নিয়োজিত ছিলাম সেভাবেই আছি। অন্য দলের অনেকের মাঝে পরিবর্তন এসেছে। আজকে যারা আমাদের সাথে যুক্ত হলেন সবাই পরস্পর ভাই ভাই। ভালো, মন্দ, বিপদে, আপদে একসাথে চলতে চায়। সাধারণ ভোটাররা সব দলকেই নির্বাচনে ভোট দিয়ে দেখেছে। এবার জামায়াত ইসলামীর পক্ষে থাকতে চাই সাধারণ ভোটাররা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, দর্শনা জামায়াতের আমির রেজাউল করিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রফিজ উদ্দিন মাস্টার।

দর্শনা তিতুদহ ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির রাফিজ উদ্দিন মাস্টার বলেন, ‘জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যোগদান করেন। আমরা তাদের পাশে সর্বদা থাকব।’

জনপ্রিয় সংবাদ

হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় বিএনপি ছিল না কেনো

চুয়াডাঙ্গায় বিএনপি-আ.লীগের ১০২ সমর্থকের জামায়াতে যোগদান

আপডেট সময় ০৮:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় বিএনপি-আওয়ামী লীগের ১০২ সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। জেলা জামায়াতের আমির রুহুল আমিন যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করে নেন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের একটি মাদ্রাসায় এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর আমির রুহুল আমিন।

প্রধান অতিথি রুহুল আমিন তার বক্তব্যে বলেন, ‘আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যেতে চাই। দুনিয়ায় শান্তি পাওয়ার জন্যে শান্তিময় দল পাওয়া প্রয়োজন। সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে চাই। ৫ আগস্ট এর পর আমাদের কোনো পরিবর্তন হয়নি। আমরা যে কাজকর্মে নিয়োজিত ছিলাম সেভাবেই আছি। অন্য দলের অনেকের মাঝে পরিবর্তন এসেছে। আজকে যারা আমাদের সাথে যুক্ত হলেন সবাই পরস্পর ভাই ভাই। ভালো, মন্দ, বিপদে, আপদে একসাথে চলতে চায়। সাধারণ ভোটাররা সব দলকেই নির্বাচনে ভোট দিয়ে দেখেছে। এবার জামায়াত ইসলামীর পক্ষে থাকতে চাই সাধারণ ভোটাররা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, দর্শনা জামায়াতের আমির রেজাউল করিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রফিজ উদ্দিন মাস্টার।

দর্শনা তিতুদহ ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির রাফিজ উদ্দিন মাস্টার বলেন, ‘জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যোগদান করেন। আমরা তাদের পাশে সর্বদা থাকব।’